দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আনলিমা ইয়ার্ন দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গতকাল কোম্পানিটির বোর্ড সভায় আর্থিক প্রতিবেদন অনুমোদনশেষে প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, দ্বিতীয় প্রথম প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ৮ পয়সা। গত বছর একই সময় যার শেয়ার আয় (ইপিএস) ছিল ৬ পয়সা। এদিকে, দ্বিতীয় প্রান্তিকে তথা গত ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২১) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ২৩ পয়সা। গত বছর একই সময় যার শেয়ার আয় (ইপিএস) ছিল ১৭ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১০ টাকা ২৯ পয়সা। ৩০ জুন ২০২১ পর্যন্ত যা ছিল ১০ টাকা ৬৩ পয়সা। এই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৪৫ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ছিল ৩১ পয়সা।