এফ জাহান, দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে টানা কয়েক কার্যদিবস ধরে সূচকের উত্থান চলছে। মুলত কয়েক কার্যদিবস ধরে সূচকের এ উত্থানের নেপথ্যে ভুমিকা পালন করছে বেক্সিমকো গ্রুপ। দুই মাসের বেশি সময় ধরে সংশোধনে থাকা বেক্সিমকো লিমিটেডে ভর করে টানা দুই কার্যদিবস সূচক বাড়ল পুঁজিবাজারে। ওয়ালটনের দরপতনের ধাক্কা সামলানোর ক্ষেত্রে এ কোম্পানিটির পাশাপাশি বেক্সিমকো ফার্মার ভূমিকাও ছিল।

তবে সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক বাড়ল ১৬ দশমিক ২৬ পয়েন্ট। এর মধ্যে বেক্সিমকো গ্রুপের দুই কোম্পানির মধ্যে বেক্সিমকো লিমিটেড বাড়িয়েছে ১২ দশমিক ২৩ পয়েন্ট আর বেক্সিমকো ফার্মা বাড়িয়েছে ৩ দশমিক ৩৬ পয়েন্ট। এ নিয়ে চলতি সপ্তাহের পাঁচ দিনই সূচক অল্প অল্প করে বেড়েছে। ফলে সূচকের টানা উত্থান ধরে রাখায় বাজারের প্রতি আস্থা বাড়ছে বিনিয়োগকারীদের।

বাজার বিশ্লেষনে দেখা যায়, সপ্তাহের পঞ্চম কার্যদিবস বৃহস্পতিবার দেশের পুঁজিবাজারে সূচক বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ১৬ পয়েন্ট। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৬৫ পয়েন্ট। এর মধ্য দিয়ে টানা ছয় দিন সূচক বাড়ল।

ডিএসইর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার শেয়ার কেনার প্রবণতার মধ্যে দিয়ে দিনের লেনদেন শুরু হয়। মাত্র এক ঘণ্টায় ডিএসইর প্রধান সূচক বাড়ে ৪৭ পয়েন্ট। তবে এরপর থেকে লেনদেনের দৃশ্যপট পরিবর্তন হতে শুরু করে। বেলা ১১টার পর থেকে শেয়ার বিক্রির চাপ বাড়তে শুরু করে। এ চাপে দিনের বাকি সময় লেনদেন হয় সূচক পতনের মধ্য দিয়ে। দিন শেষে ডিএসইতে ৩৭৮টি প্রতিষ্ঠানের ৩৩ কোটি ৫ লাখ ২৫ হাজার ৫৫১টি শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এর মধ্যে ১৬২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, কমেছে ১৭৪টির; অপরিবর্তিত রয়েছে ৪২টির দাম।

এ দিন ডিএসইর প্রধান সূচক ১৬ পয়েন্ট বেড়ে ৭ হাজার ১০৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে কমেছে দশমিক ৭৫ পয়েন্ট। তবে ডিএস-৩০ সূচক বেড়েছে ১৮ পয়েন্ট। ডিএসইতে বৃহস্পতিবার লেনদেন হয়েছে ১ হাজার ৬০১ কোটি ২০ লাখ ৬ হাজার টাকার শেয়ার। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৭৩৫ কোটি ৫৭ লাখ ৪ হাজার টাকার শেয়ার।

অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন কিছুটা কমেছে। ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের শেয়ার। এরপর ছিল বিএসএস, ফরচুন সুজ, সাইফ পাওয়ার, এসিআই, জিপিএইচ ইস্পাত, পাওয়ার গ্রিড, অ্যাক্টিভ ফাইন, লিন্ডে বিডি এবং এশিয়ান ইনস্যুরেন্স লিমিটেড। এদিকে পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই ৬৫ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৮১৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

সিএসইতে ৩০৮টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১২৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৩০টির; অপরিবর্তিত রয়েছে ৫৩টির দাম। এ বাজারে লেনদেন হয়েছে ৪৪ কোটি ৯ লাখ ৩ হাজার ৮২৪ টাকার শেয়ার।