দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ২০ খাতের মধ্যে দশ খাতে শেয়ারদর কমেছে। দর কমাতে এই দশ খাতের বিনিয়োগকারীরা সাপ্তাহিক রিটার্নে লোকসানে রয়েছেন। ইবিএল সিকিউরিটিজের সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য পাওয়া গেছে।

খাতগুলোর মধ্যে সবচেয়ে বেশি লোকসানে রয়েছেন সিমেন্ট খাতের বিনিয়োগকারীরা। এখাতের বিনিয়োগকারীরা লোকসান গুনছেন ২.৭০ শতাংশ। দ্বিতীয় সর্বোচ্চ লোকসান গুণছেন সিরামিক খাতের বিনিয়োগকারীরা। এখাতের বিনিয়োগকারীরা লোকসান গুনছেন ২.২০ শতাংশ। তৃতীয় সর্বোচ্চ লোকসান গুণছেন টেলিকমিউনিকেশন খাতের বিনিয়োগকারীরা। এখাতের বিনিয়োগকারীরা লোকসান গুনছেন ১.৮০ শতাংশ।

এছাড়া, বিনিয়োগকারীরা লোকসানে রয়েছেন তথ্যপ্রযুক্তি খাতে ১.৮০ শতাংশ, প্রকৌশল খাতে ১.৭০ শতাংশ, পেপার ও প্রিন্টিং খাতে ১.৫০ শতাংশ, বিদ্যু ও জ্বালানি খাতে ১.৫০ শতাংশ, আর্থিক খাতে ১.২০ শতাংশ, মিউচুয়াল ফান্ড খাতে ০.৬০ শতাংশ, সাধারণ বিমা খাতে ০.২০ শতাংশ।