বগুড়ায় স্টাফ করেসপন্ডেন্ট,বগুড়া:বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকে ৩৬ ঘণ্টার হরতাল বগুড়াতে শান্তিপূর্ণভাবে চলছে। শহরের বিভিন্ন স্থানে হরতালের সমর্থনে সকাল থেকেই পিকেটিং চলছে।

শহরের ইয়াকুবিয়া স্কুলের মোড়ে সকাল ১০টার দিকে হরতালের সমর্থনে ১৮ দলীয় জোট সমাবেশ করে। সমাবেশে বক্তব্য  রাখেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আলমগীর হোসাইন, শহর জামায়াতের সেক্রেটারি মাজেদুর রহমান জুয়েল প্রমুখ।

সমাবেশ শেষে হরতাল সমর্থনে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের সাতমাথা হয়ে জেলা বিএনপি অফিসের সামনে গিয়ে শেষ হয়।এদিকে হরতালের কারণে শহরের বিভিন্ন মার্কেট, ব্যবসা প্রতিষ্ঠান, স্কুল-কলেজ বন্ধ রয়েছে।

রিকশা থেকে শুরু করে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। শহরের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।বিরোধীদলীয় নেতা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বাসভবনে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে জেলা ১৮ দলীয় জোট মঙ্গলবার ৩৬ ঘণ্টার এই হরতালের ডাক দেয়