ঢাকা:গত বছরের শেষটা ভালো কাটেনিম্যান ইউর। নতুন বছরের প্রথম দিনেও ম্যানচেস্টার ইউনাইটেড পরাজিত। ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) বর্তমান চ্যাম্পিয়নরা ঘরের মাঠে ২-১ গোলে টটেনহ্যাম হটস্পারের কাছে হেরে গেছে।

সব সংশয় পেছনে ফেলে পুরো ম্যাচ খেলেছেন তারকা স্ট্রাইকার ওয়েইন রুনি। গ্যালারিতে ছিলেন ক্লাবের ইতিহাসে সফলতম কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনও। কিন্তু তাতে কোনো লাভ হয়নি ম্যান ইউর।

ওল্ড ট্র্যাফোর্ডে ৩৪ মিনিটে টোগোর তারকা স্ট্রাইকার ইমানুয়েল আদোবায়োরের গোলে পিছিয়ে পড়ার পর অনেক চেষ্টা করেও সমতা ফেরাতে পারেনি ম্যান ইউ।বরং ৬৬ মিনিটে পাল্টা আক্রমণ থেকে ডেনিশ মিডফিল্ডার ক্রিস্টিয়ান এরিকসেনের গোল ২-০ ব্যবধানে এগিয়ে দেয় ‘স্পার্স’ নামে পরিচিত টটেনহ্যামকে।

তবে পরের মিনিটেই ইংলিশ স্ট্রাইকার ড্যানি ওয়েলবেকের লক্ষ্যভেদ জমিয়ে তোলে লড়াই।মাস খানেক আগে টটেনহ্যামের মাঠ হোয়াইট হার্ট লেনে দুই গোলে পিছিয়ে পড়েও ড্র করেছিল ম্যান ইউ। এবারও তেমন সম্ভাবনা জাগিয়েছিল ইপিএলের সফলতম দলটি।

২-১ হওয়ার পর আক্রমণের ঢেউ তুলে টটেনহ্যামের রক্ষণভাগকে ব্যতিব্যস্ত করে তুলেছিল তারা। কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা না পাওয়ায় নববর্ষের শুরুতেই হারের বেদনায় পুড়তে হলো ‘রেড ডেভিল’ নামে পরিচিত ম্যান ইউকে।

এই জয়ের সুবাদে ম্যান ইউকে পেছনে ফেলে লিগের ষষ্ঠ স্থানে উঠে এসেছে টটেনহ্যাম। ২০ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৩৭ পয়েন্ট। ৩৪ পয়েন্ট নিয়ে ম্যান ইউ আছে সপ্তম স্থানে।