স্টাফ করেসপন্ডেন্ট,ঢাকা: নানা জল্পনা কল্পনারজাপা অবসান ঘটিয়ে আগামী দশম জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছে জাতীয় পার্টি। শান্তির জন্য পরিবর্তন-পরিবর্তনের লক্ষ্যে জাতীয় পার্টি’ এই স্লোগানকে সামনে রেখে নির্বাচনের ইশতেহার ঘোষণা করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ।

বৃহস্পতিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে জাতীয় পার্টির পক্ষে এই ইশতেহার ঘোষণা করেন তিনি। ইশতেহারে বলা হয় জাতীয় পার্টি ক্ষমতায় আসলে দেশের ইসলামী মূল্যবোধ সমুন্নত রাখবে, আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস অবিচল রাখার জন্য সংবিধান সংশোধন করা হবে।

এছাড়া রাষ্ট্রীয় কাঠামোয় পরিবর্তন এনে এককেন্দ্রীয় সরকার ব্যবস্থা পরিবর্তন করার কথাও ইশতেহারে উল্লেখ করা হয়। ইশতেহারে দেশকে আর্থিকভাবে সুপ্রতিষ্ঠিত করাসহ দেশের সকল স্বীকৃত মসজিদের ইমাম ও মোয়াজ্জিমদের সম্মানী ও ভাতা প্রদান করা হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন, পার্টির প্রেসিডিয়াম সদস্য তাজুল ইসলাম, যুগ্ন মহাসচিব লিয়াকত হোসেন, সেলিম উদ্দীন প্রমুখ।