আইনজীবীরা প্রতীকী অনশন স্টাফ করেসপন্ডেন্ট,ঢাকা: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে আইনজীবীদের ওপর হামলার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতীকী অনশন কর্মসূচি পালন করছে । বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে এই কর্মসূচি শুরু হয়। এই কর্মসূচি চলবে দুপুর ১টা পর্যন্ত।

আইনজীবীরা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের ডান পাশে খোলা জায়গায় শামিয়ানা টানিয়ে আগের ঘোষণা অনুযায়ী প্রতীকী অনশন কর্মসূচি শুরু করেন ।

কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত রয়েছেন- সমিতির সভাপতি এ জে মোহাম্মদ আলী, সাবেক সভাপতি জয়নুল আবেদীন, আইনজীবী নিতাই রায় চৌধুরী, সমিতির সহসভাপতি এ বি এম ওয়ালিউর রহমান খান, সাবেক সম্পাদক এম বদরুদোজ্জা, মাসুদ আহমেদ তালুকদার, রুহুল কুদ্দুস প্রমুখ।

এদিকে বেলা সাড়ে ১১টার দিকে প্রতীকী অনশন কর্মসূচিতে সংহতি জানাতে আসেন বদরুদ্দোজা চৌধুরী, কাদের সিদ্দিকী ও জাসদের আ স ম আবদুর রব।

প্রসঙ্গত, ২৯ ও ৩০ ডিসেম্বর মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি চলাকালে আওয়ামী সন্ত্রাসীরা আইনজীবীদের ওপর হামলা চালায়। এই ঘটনার প্রতিবাদে প্রতীকী অনশন কর্মসূচি পালন করছেন আইনজীবীরা।