হাছানস্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা: অন্তর্র্বতীকালীন সরকারের বন ও পরিবেশ মন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ‘১৮ দলীয় জোট একটি জঙ্গী জোট, কারণ এ জোটে জামায়াতে ইসলামী আছে। আর দেশের বিভিন্ন স্থানে যারা হামলা চালিয়ে নৈরাজ্য সৃষ্টি করছে নির্বাচনের পর দুসপ্তাহের মধ্যে তাদের মূলোৎপাটন করা হবে।

শুক্রবার দুপুর ১২টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির খাজা নিজামুদ্দিন মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেছেন অন্তর্র্বতীকালীন সরকারের বন ও পরিবেশ মন্ত্রী । বঙ্গবন্ধু অ্যাকাডেমি এ আলোচনা সভার আয়োজন করে।

তিনি বলেন, বিএনপি’র আন্দোলন জনগণের জন্য নয়, ‘তারা আন্দোলন করছে মূলত একটি বিশেষ সরকারের জন্য যে সরকার তাদের ক্ষমতায় বসাতে সর্বাত্তক সহযোগীতা করবে।

আ’লীগের সাবেক নেতা আব্দুর রাজ্জাকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ আলোচনা সভায় মন্ত্রী আরো বলেন, ‘বিরোধী দল আন্দোলনে ব্যর্থ হয়ে দাগি আসামিদের মাঠে নামিয়েছে।

বিএনপির অনেক নেতার সঙ্গে আমাদের কথা হয়। তারা প্রধানমন্ত্রীর প্রস্তাব মেনে নিয়ে পরবর্তী নির্বাচনের জন্য সমঝোতায় আসতে চান।’