বগুড়াবগুড়া প্রতিনিধি: বগুড়া সরকারি আজিজুল হক কলেজের ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জুয়েল সরকারকে ইসলামি হাসপাতাল থেকে গ্রেফতার করেছে পুলিশ। ইসলামী ছাত্রশিবিরের সভাপতি বোমা বিস্ফোরণে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলে সুত্রে জানা যায়।

একই সঙ্গে ওই হাসপাতালের ম্যানেজিং কমিটির সদস্য, চিকিৎসকসহ আরো আটজনকে গ্রেফতার করা হয়েছে।

শিবিরসভাপতির বোমা বিস্ফোরণে বাম হাতের কবজি ও ডান হাতের তিনটি আঙুল উড়ে গেছে।
জানা গেছে, বোমা বিস্ফোরণে আহত জুয়েল সরকারকে মুমূর্ষু অবস্থায় প্রথমে ইসলামী হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ সেখান থেকে তাকে গ্রেফতার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেছে।

বগুড়ার সহকারী পুলিশ সুপার নাজির আহমেদ খান জানান, বোমা বানানোর সময় বিস্ফোরণে আহত হন জুয়েল সরকার। এ খবর গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে পুলিশ। তারপর শুক্রবার বেলা সাড়ে ১১টায় শহরের মফিজ পাগলার মোড়ে ইসলামি হাসপাতালে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

নাজির আহমেদ আরো জানান, বোমা বিস্ফোরণে জুয়েল সরকারের বাম হাতের কবজি উড়ে গেছে এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লেগেছে।

তবে জুয়েল কোথায় ককটেল বানাচ্ছিলেন বিষয়টি নিশ্চিত করে বলতে পারেননি সহকারী পুলিশ সুপার। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

এ প্রসঙ্গে বগুড়ার শহর শিবিরের প্রচার সম্পাদক মিজানুর রহমান জানান, জামিলনগর এলাকায় জুয়েল সরকারের বাসার সামনে একটি ককটেল সদৃশ কৌটা পড়ে ছিল। ওই কৌটাটি হাতে নেওয়ার পরই বিস্ফোরণ ঘটে জুয়েল আহত হন