১৮ দলআমিনুল ইসলাম, ঢাকা: বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের অনির্দিষ্টকালের অবরোধের মধ্যেই ৪৮ ঘণ্টার সর্বাত্মক হরতাল ডেকেছে ।

খালেদা জিয়াকে গৃহবন্দি করে রাখার প্রতিবাদ এবং ৫ জানুয়ারি নির্বাচন বাতিলের দাবিতে শনিবার থেকে সর্বাত্মক ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে ১৮ দলীয় জোট। শনিবার ভোর ৬টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত এ হরতাল চলবে।

শুক্রবার বিকেলে গুলশানের নিজ বাসায় অনির্দিষ্টকালের অবরোধের তৃতীয় দিনের চিত্র তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য ড. ওসমান ফারুক এ কর্মসূচির ঘোষণা দেন।

৫ জানুয়ারি রোববার দশম জাতীয় সংসদের নির্বাচনে ভোট গ্রহণের কথা রয়েছে। এই নির্বাচনে ১৮ দলীয় জোটসহ দেশের অধিকাংশ রাজনৈতিক দল অংশ নিচ্ছে না।