sourovমো: মাহিম মোগল, ঢাকা: বেশ কিছু দিন ধরেই ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা চলছিল সেই আলোচনা সমালোচনা কে অপেক্ষা করেই তিনি বলেছেন, ২০১৪ সালে একটি ‘নতুন ভূমিকায়’ অবতীর্ণ হওয়ার অপেক্ষায় আছি।

তবে রাজনীতিতে অবতীর্ণ হওয়ার গুঞ্জন সম্পর্কে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান তিনি। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে লড়াইয়ে বিজেপি’র প্রস্তাব পাওয়া সাবেক এ অধিনায়ক বলেন, রাজনীতি একটি স্পর্শকাতর বিষয়।

গাঙ্গুলি বলেন, ‘টিভি পর্দায় আমি রাজনীতি নিয়ে কথা বলতে চাই না। আমি নতুন একটি ভূমিকায় অবতীর্ণ হতে চাই… তবে এটা নির্বাচিত হওয়ার ওপর নির্ভর করছে। এটা অন্য অনেক বিষয়ের ওপরও নির্ভরশীল।’ ‘আমি জাদুতে বিশ্বাস করি না। আমার জীবন খুব সাধারণ। ক্রীড়া এবং নৈমত্তিক কাজের সঙ্গে সংশ্লিষ্ট।’

ক্রিকেট এসোসিয়েশন অব বেঙ্গলের (ক্যাব) প্রশাসনিক ক্ষেত্রে আসছেন কি-না এমন প্রশ্নের জবাবে গাঙ্গুলি বলেন, ‘সেটাও অন্য অনেক বিষয়ের ওপর নির্ভর করছে।’ ক্যাবের বার্ষিক সাধারণ সভা এবং জুলাই মাসে হওয়া নির্বাচনের কথা উল্লেখ করে গাঙ্গুলি বলেন, ‘জুলাই পর্যন্ত অনেক দূর যেতে হবে।’ ‘আমি ক্রিকেটের যে কোনো ভূমিকায় ফিরতে চাই।

এটাই হবে বেশি সন্তোষজনক। এ জন্য আপনাকে ধৈর্যসহ অপেক্ষা করতে হবে।’ ‘ক্রিকেটের চেয়ে স্মরণীয় আর কিছু হতে পারে না। যেদিন আমি ক্রিকেট থেকে অবসর নিয়েছি সেদিন থেকেই এটা আমার জন্য স্বপ্নের মতো কিছু। আমি জীবনের সঙ্গে এটাকে এগিয়ে নিতে চাই।’

ভারতীয় টেনিস আইকন লিয়েন্ডার পায়েসের উদাহরণ দিয়ে তার অবসরের কথা উল্লেখ করে গাঙ্গুলি বলেন, তিনি এমন একটি খেলা খেলতেন যেখানে তার ভবিষ্যৎ নির্বাচকদের ওপর নির্ভর করতো। ‘লিয়েন্ডারের মতো নয়। ক্রিকেটে তোমার ক্যারিয়ার কিছু ব্যক্তির ইচ্ছা অনিচ্ছার ওপর নির্ভর করে।’

একটি চলচ্চিত্র প্রতিষ্ঠানকেও সম্প্রতি না বলে দিয়েছেন গাঙ্গুলি। ‘অবশ্যই কোনো চলচ্চিত্রে নয়। এখানকার প্রতিদ্বন্‌দ্িবতা সম্পর্কে আমি নিশ্চিত নয়… চলচ্চিত্র সম্পর্কে আমি কখনো ভাবিনি বলেও জানান তিনি। নতুন বছরে তার অভিপ্রায় সম্পর্কে জিজ্ঞাসা করা হলে গাঙ্গুলি বলেন, ‘এটা নির্ভর করছে ক্রীড়াঙ্গনের সঙ্গে আমি কতটা জড়িত থাকবো। খেলা আমার জীবনে সবচেয়ে বেশি সন্তুষ্টি দিয়েছে।’