ফয়েজ মাহমুদ , আলমগীরঢাকা: আওয়ামী লীগের নির্বাচন কমিশন বিষয়ক কমিটির সদস্য ও সাবেক সরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর বলেছেন, ‘সংসদের ১০ শতাংশেরও কম প্রতিনিধিত্বকারী কোন দল কিংবা জোট নির্বাচনে না আসলে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। তারা না আসলেও সারাদেশে নির্বাচনী আমেজ রয়েছে।

(রবিবার) ভোটাররা স্বতস্ফূর্তভাবে ভোট  দেবেন। তখনই প্রমাণ হবে দেশের মানুষ নির্বাচন চেয়েছে।’ বিএনপি নির্বাচনে না আসলেও কোনো সমস্যা নেই বলে তিনি জানিয়েছেন।

আজ শনিবার নির্বাচন কমিশন সচিবালয়ে নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতি পরিদর্শনের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন। আগামীকাল রোববার অনুষ্ঠেয় সংসদ নির্বাচনে সার্বিক প্রস্তুতি দেখতে কমিশন পরিদর্শনে যায় আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রতিনিধি দল। ৮ সদস্যের এ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মহীউদ্দীন খান আলমগীর।

দেশের চলমান সহিংসতা প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশের মধ্যে বিএনপি-জামায়াত জোটের মদদে যে সহিংসতা চলছে তার দায়ভার আওয়ামী লীগ নেবে না। এটা আইনশৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ করবে। নির্বাচন কমিশন চাইলে সরকার তাদের সর্বাত্মক সহযোগীতা করবে।’

কমিশন সচিবালয় প্রাঙ্গণ ঘুরে দেখে দলটি। এসময় সাংবাদিকরা তাদের আগমন সম্পর্কে জানতে চাইলে মহীউদ্দীন খান আলমগীর বলেন, ‘নির্বাচনের সামগ্রিক প্রস্তুতির বিষয় দেখার জন্য এসেছি। আর কমিশনের নির্দেশনা অনুযায়ী, ভোটকেন্দ্রে সর্বোচ্চ সংখ্যক ভোটার উপস্থিতি নিশ্চিত করতে আমরা ব্যবস্থা নিয়েছি। আশা করি, সর্বোচ্চ সংখ্যক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।’

এসময় নির্বাচন বর্জনের জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ভিডিওবার্তা প্রসঙ্গে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ‘নির্বাচনের আগের দিন ভোটারদের ভোটদানে নিরুৎসাহিত করা ভোটপ্রক্রিয়ায় বাধা দেয়ার শামিল এবং অপরাধ। এ ব্যাপারে নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে। এটা তাদের দায়িত্ব।’