কুষ্টিয়ায় কুষ্টিয়া: কুষ্টিয়ায় কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে দশম জাতীয় সংসদের ভোট গ্রহণ শুরু হয়েছে। জেলার ৪টি সংসদীয় আসনের মধ্যে কুষ্টিয়া-১, ২ ও ৩ আসনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

এ তিন আসনে মোট ভোটার সংখ্যা ৯ লাখ ৫১ হাজার ৫শ’ ৮ জন। এর মধ্যে পরুষ ভোটার ৮ লাখ ৭৩ হাজার ১শ’ ২২ জন আর নারী ভোটারের সংখ্যা ৪ লাখ ৭৮ হাজার ৩শ’ ৮৬ জন।

এদিকে সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হলেও কোন কেন্দ্রেই ভোটারদের তেমন উপস্থিতি চোখে পড়েনি। সকাল সাড়ে দশটা পর্যন্ত অধিকাংশ কেন্দ্রে ২০/২৫টির বেশী ভোট পড়েনি।

কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে পূর্ব তারাগুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী আফাজ উদ্দিন আহমেদ ও দলের বিদ্রোহী প্রার্থী রেজাউল হক চৌধুরী সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে।

সকালে কুষ্টিয়া-৩ আসনের আওয়ামী লীগ মনোনিত প্রার্থী দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ কুষ্টিয়া সরকারী কলেজ কেন্দ্রে সকাল ৯টা ৫৫মিনিটের সময় ভোট দিয়েছেন। তবে এ কেন্দ্রে বি এ্নএফর কোন এজেন্টকে দেখা যায়নি।