মখা আলমগীরস্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা: আ’লীগের নির্বাচন পরিচালনা উপকমিটির আহ্বায়ক ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, বিএনপি’র নেতৃত্বাধীন ১৮ দলের দশম জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্রে তারা সফল হয়নি। দেশজুড়ে সকাল থেকে শৈত্যপ্রবাহের কারণে ভোটকেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি  কম বলে মন্তব্য করেছেন।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে মিনিটে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয় পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, সারাদেশে সকাল থেকেই শৈত্যপ্রবাহ চলছে, এ কারণে ভোটকেন্দ্রে ভোটাররা কম এসেছেন। রোদ বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের সংখ্যা বাড়বে কেন্দ্রে কেন্দ্রে। বিরোধী দলের নির্বাচন প্রতিহতের ডাক সফল হয়নি। তারা ব্যর্থ হয়েছে।
প্রতিনিধি দলের ইসিতে আসার কারণ জানতে চাইলে মহীউদ্দীন খান আলমগীর বলেন, “নির্বাচনে সহিংসতা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো তৎপর হওয়ার জন্য নির্বাচন কমিশনকে চিঠি দিতে এসেছি।”

তিনি বলেন, “আব্রাহাম লিংকন যেভাবে নির্বাচন করে সংবিধান রক্ষা করেছেন, আমরাও সেভাবে নির্বাচন করে সংবিধান রক্ষা করছি।”

এ সময় তার সঙ্গে আওয়ামী লীগের নির্বাচন সমন্বয় উপ-কমিটির সদস্য তানভীর ইমাম, অ্যাডভোকেট রিয়াজউদ্দিন কাওসার, অ্যাডভোকেট ফজিলেতুন্নেছা বাপ্পি, আবদুস সাত্তার, রুবিনা হোসেন মিরা উপস্থিত ছিলেন