১৮ দলের লগস্টাফ করেসপন্ডেন্ট,ঢাকা: ক্ষমতাশীন আ’লীগের অধীনে দশম জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হওয়ার সাথে সাথে বিএনপি’র নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট আবারও অনির্দিষ্টকালের অবরোধের পাশাপাশি দ্বিতীয় বারের মত ৪৮ ঘন্টার হরতালের আহ্ববান জানান। সোমবার ভোর ৬ টা থেকে বুধবার ভোর ৬ টা পর্যন্ত হরতাল চলবে।

রোববার সন্ধ্যা ৬টায় গুলশানে নিজ বাসভবনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ড. এম ওসমান ফারুক।

তিনি বলেন,প্রহসনের এ নির্বাচন বাতিল এবং নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দলীয় নেতাকর্মী নিহত হওয়ার প্রতিবাদে এ হরতাল আহ্ববান করা হয়েছে।

এর আগে সারা দেশে সহিংসতা, উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দশম জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এ নির্বাচনে ভোটার উপস্থিতি স্মরণকালের মধ্যে সবচেয়ে কম। এর পরিপ্রেক্ষিতে বিএনপি দাবি করছে, তাদের নির্বাচন প্রত্যাখ্যানের আহ্বানে সাড়া দিয়েছে দেশের মানুষ।