হাজী সেলিমস্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা: ঢাকা ৭ আসনে স্বতন্ত্রপ্রার্থী হাজী মো. সেলিম হাতী প্রতীকে দশম জাতীয় সংসদ নির্বাচনে মোট ৪২০০৭ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হলেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও সংসদ সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৩০০৩৮ ভোট। ১১ হাজার ৬৬৯ এতো ভোট বেশি পেয়ে স্বতন্ত্র প্রার্থী হারালেন তার দলেরই মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিনকে।

এই আসনে কেন্দ্রের সংখ্যা ১২০টি। মোট ভোটার ছিল ৩ লাখ ১ হাজার ৪৫৮ জন। এরমধ্যে পুরুষ ১ লাখ ৬৬ হাজার ৪৪৩ জন। মহিলা ভোটার ছিল ১ লাখ ৩৫ হাজার ১৫ জন।

এই আসনে স্বতন্ত্র আরেক জন প্রার্থী ছিলেন আনারস নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করেছেন ব্যারিস্টার রিয়াজ উদ্দিন। রোববার রাত ৮ টা ৫০ মিনিটে ৭ আসনের রির্টানিং কর্মকর্তা নিজামউদ্দিন এ ফলাফল ঘোষণা করেন।

হাতী প্রতীক নিয়ে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী হাজী মো. সেলিম বলেন,  আজ থেকে মাদক ও সন্ত্রাস মুক্ত উন্নত সমাজ গড়ে তুলবো সবাইকে নিয়ে ঐক্যের সমাজ গড়ে তুলবো। এ বিঝয় ৭ আসনের সাধারণ মানুষের।