রুহুল আমীন: ইতালীয়ান সিরি’ কাকার আয় আটালান্টার বিপক্ষে সোমবার জোড়া গোল করেছেন রিকার্ডো কাকা।

সেইসঙ্গে এসি মিলানের জার্সিতে শততম গোল করার মাইলফলক স্পর্শ করেন সাবেক রিয়াল মাদ্রিদের এই ব্রাজিলিয়ান তারকা।তার দুর্দান্ত পারফরম্যান্সেই এসি মিলান ৩-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে  আটালান্টাকে।

ঘরের মাঠ সান সিরোয় পাল্টা আক্রমণ থেকে ৩৫ মিনিটে দলকে এগিয়ে দেন ব্রাজিলের কাকা। মিলানের জার্সিতে এটা ছিল কাকার শততম গোল।৬৫ মিনিটে স্বদেশী ফরোয়ার্ড রবিনহোর পাস থেকে দ্বিতীয় গোল করেন তিনি।

দুই মিনিট পরকাকার পাস থেকেই দলের তৃতীয় গোলটি করেন মিডফিল্ডার ব্রায়ান ক্রিসতান্তে।ইতালিয়ান সিরি’আ লীগে ১৮ বারের চ্যাম্পিয়ন মিলান চলতি মৌসুমে বারবার হোঁচট খেয়েছে।

দুটি ড্র ও চির প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানের কাছে আগের ম্যাচে হেরে যাওয়ার পর এই জয় কিছুটা হলেও স্বস্তি দিয়েছে এসি মিলানকে।১৮ ম্যাচ শেষে মিলানের পয়েন্ট ২২। সমান ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাস।

দুই ও তিন নম্বরে থাকা রোমা ও নাপোলির পয়েন্ট যথাক্রমে ৪১ ও ৩৯।এছাড়া অন্যান্য ম্যাচে কাতানিয়া ২-০ গোলে বোলোগনাকে,

জেনোয়া সমান ব্যবধানে সাসসুয়োলোকে, পার্মা ৩-১ গোলে তুরিনোকে এবং হেলাস ভেরোনা একই ব্যবধানে হারায় উদিনেসেকে।