মান্নস্টাফ করেসপন্ডেন্ট,ঢাকা: অগ্নিদগ্ধ পুলিশ সদস্য ও প্রিজাইডিং অফিসার সাইদুর রহমানকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে যান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমদ ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে তারা অগ্নিদগ্ধদের দেখতে হাসপাতালে যান। সেখানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘সহিংসতা গণতন্ত্রের পথ হতে পারে না। গণতন্ত্রের ভাষা হতে পারে না। যারা সহিংসতা করে তারা সন্ত্রাসী। আর সন্ত্রাসীরা কোনো দলের হতে পারে না।’

সহিংসতা প্রতিরোধে পুলিশ ব্যর্থ কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কথাটা এভাবে বলা যাবে না। এটা একটি ব্যতিক্রমী সময়।’

প্রিজাইডিং অফিসারের চিকিৎসারের সার্বিক খোজ-খবরও নেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন,‘রাষ্ট্রীয় দায়িত্বাপালনকালে তিনি আহত হয়েছেন। আমরা তার বিশেষ খোজ খবর নিচ্ছি। চিকিৎসকরা বলেছেন সাইদুর ভাল আছেন, আমরা তার জন্য দোয়া করব এবং আপনারাও দোয়া করবেন।’

মানুষের জনমনে স্বস্তি ফিরে এসেছে বলে দাবি করে আইজিপি হাসান মাহমুদ খন্দকার বলেন, পুলিশের পাশপাশি নাশকতা প্রতিরোধে সাধরণ মানুষও রাস্তায় নেমে এসেছে। নাশকতা প্রতিরোধে জনগণ পুলিশকে সহযোগীতা করতে শুরু করেছে।’

পুলিশ তার দায়িত্বে কোনো অবহেলা করছে না দাবি করে তিনি আরো বলেন, ‘যেখানেই অঘটন ঘটছে পুলিশ সেখানেই দায়িত্ব পালন করছে।’