বদরুদ্দোজা চৌধুরী

ঢাকা :বাংলাদেশ বিকল্প ধারার  চেয়ারম্যান ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, ‘এ নির্বাচন কারো জন্য সুখকর হয়নি। এ নির্বাচনের জন্য গিনেস বুকে সরকারের নাম উঠবে। খালেদা জিয়া ও এরশাদকে কৌশলে অবরুদ্ধ রেখে শেখ হাসিনা একতরফা নির্বাচন করেছেন। এটি একটি তথাকথিত নির্বাচন। কারণ বিশ্বের কোনো দেশ এই নিবাচনকে স্বীকৃতি দেয়নি।’

মঙ্গলবার দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবে বিকল্প ধারা বাংলাদেশ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), কৃষক শ্রমিক জনতা লীগের সমন্বয়ে গঠিত জাতীয় গণতান্ত্রকি ফ্রন্টের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বি চৌধুরী আরো বলেন, ‘দশম জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে নির্বাচন কমিশন (ইসি) প্রতারণা করেছে। ইসির আচরণ ন্যক্করজনক ও লজ্জাজনক।’

তিনি বলেন, ‘নির্বাচনে দুই থেকে আড়াই শতাংশ জনগণ ভোট দিয়েছে। আর এই ভোটের মাধ্যমে কীভাবে সরকার গঠন করবে আমার বোধগম্য নয়।’গণতন্ত্রের এই যুদ্ধে বাংলাদেশ ‘পরাজিত’ হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

‘যারা নির্বাচনে অংশ নেয়নি তারা স্বাধীনতাবিরোধী’- প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী কোনো ধরনের আক্ষেপ করেননি বরং দম্ভ দেখিয়েছেন। আপনি অন্য কোনো রাজনৈতিক দলকে ধিকৃত করতে পারেন না। এই বক্তব্য প্রত্যাহার করুন।’সাবেক এ রাষ্ট্রপতি আরো বলেন, ‘এই  নির্বাচন সঠিক হয়নি। গণতন্ত্র রক্ষায় অনতিবিলম্বয়ে নির্বাচনের ব্যবস্থা করুন।’

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- আ স ম আবদুর রব, বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম, মেজর (অব.) আবদুল মান্নান, আবদুল মালকে রতন ও হাবিবুর রহমান তালুকদার বীর প্রতীক প্রমুখ।