Joypurhat_  Train _Vangchur _Picজয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি রেলষ্টেশনে রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস মেইল ট্রেনে পেট্রোল বোমা নিক্ষেপ ও ট্রেনের অধিকাংশ বগি’র জানালা ভাঙচুর করেছে হরতাল সমর্থকরা।

এসময় ট্রেনযাত্রীদের মাঝে আতংক ছড়িয়ে পরে। তবে এতে কেউ হতাহত হয়নি।পাঁচবিবি ষ্টেশন মাষ্টার সন্তোষ কুমার সরকার জানান,

মঙ্গলবার সোয়া বারোটার দিকে পাবর্তীপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস মেইল ট্রেন পাঁচবিবি রেলষ্টেশনে পৌছে।

এসময় হরতাল সমর্থকরা ট্রেন লক্ষ্য করে পেট্রোল বোমা ও এলোপাথারি ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। চালায় ব্যাপক ভাংচুর ।

এতে ওই ট্রেনের অধিকাংশ বগি’র জানালা চুর্ণ-বিচুর্ণ হয়ে যায়। এ ঘটনায় ট্রেনযাত্রীদের মাঝে আতংক ছড়িয়ে পরে তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

পরে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ নূর হোসেন খন্দকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে হরতাল সমর্থকদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।এর আগে জয়পুরহাট শহরে হরতালের সমর্থনে মিছিল করে স্থানীয় ১৮ দলীয় ঐক্যজোটের নেতাকর্মীরা।

পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন, জেলা বিএনপির সভাপতি মোজাহার আলী প্রধান এমপি, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা এমপি, সাধারন সম্পাদক ফজলুর রহমান,শহর বিএনপির সাধারন সম্পাদক গোলজার হোসেন, জেলা জামায়াতের সহ-সেক্রেটারী শামসুল ইসলাম,শহর আমীর হাসিবুল আলম লিটন সহ ১৮ দলীয় জোটের অন্য নেতা-কর্মীরা।
এদিকে জয়পুরহাট শহর বিএনপির সাবেক সভাপতি ফয়সল আলিম সমর্থিত নেতাকর্মীরা মিছিল-সমাবেশ করেছে। মিছিল শেষে পৃথিবী কমপ্লেক্সের সামনে এক প্রতিবাদ সভায় মিলিত হয়। সভায় বক্তব্য রাখেন জেলা পেশাজীবী পরিষদের যুগ্ম সম্পাদক বজলার রহমান ফটো, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রচার সম্পাদক, বিএনপি নেতা ও ইউপি সদস্য আ: মজিদ, সাবেক ছাত্র নেতা মুক্তন, তুষার, রতন ভুইয়া প্রমূখ।