obaidul_kader_picস্টাফ করেসপন্ডেন্ট,ঢাকা: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের সহ-সম্পাদকদের উদ্দেশে বলেন, “যারা মন্ত্রী হওয়ার জন্যে ঢাকায় লবিং করতে এসেছেন অথচ এলাকায় সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হচ্ছেন, তারা মন্ত্রিত্ব পাবেন না।”

বুধবার সকাল সাড়ে ১১টায় ধানমন্ডিতে শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদকদের বৈঠকে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল বিএনপি’র নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের উদ্দেশে বলেছেন, “সংখ্যালঘুদের জিম্মি করে রাজনীতি করবেন না। যারা সংখ্যালঘুদের ওপর নির্যাতন ও নির্মমতা চালাচ্ছেন তাদের মনে রাখতে হবে পাশের দেশেও সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন আছে। এদেশে সংখ্যালঘুদের ওপর হামলা চালিয়ে প্রতিবেশী দেশের সংখ্যালঘুদের জীবন বিপন্ন করবেন না।”

তিনি এমপিদের নিজ নিজ এলাকায় গিয়ে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

জাতীয় পার্টি সম্পর্কে তিনি বলেন, “তারা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে তাদের স্বার্থেই নির্বাচনে এসেছে।