স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা: মুহিতঅন্তর্র্বতীকালীন সরকারের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, সংসদ সদস্য হিসেবেই থাকতে চাচ্ছি। ‘বয়স তো আর আমার কম হল না, এখন আর ইচ্ছে হয় না মন্ত্রীত্বের মত এত বড় দায়িত্ব গ্রহণ করার। কিন্তু মন্ত্রী সিলেকশন করেন প্রধানমন্ত্রী। তার সিলেকশন কম লোকই প্রত্যাখ্যান করতে পারে।’

বুধবার দুপুরে সচিবালয়ে রিহ্যাব নেতৃবৃন্দের সঙ্গে এক বৈঠকে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘২৪ তারিখের আগে সরকার গঠন করতে হলে সংসদ ভেঙ্গে দিতে হবে। এটাই নিয়ম। তবে সংসদ সদস্যদের শপথ ও সরকার গঠন কবে হবে তা প্রধানমন্ত্রীই ভাল জানেন।’

জামায়াত প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করার প্রস্তাব নেই। তবে জামায়াত-শিবিরকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা করার জন্য প্রস্তাব করবো।’

রিহ্যাব নেতৃবৃন্দ মন্ত্রীর কাছে অভিযোগ করেন, ‘দেশের বর্তমান রাজনৈতিক অবস্থার কারণে তারা অর্ধেক কর্মী ছাটাই করতে বাধ্য হয়েছেন।’

মন্ত্রী এ সময় হরতাল বন্ধের জন্য প্রস্তাব করবেন বলে জানান। একই সঙ্গে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল হলেই অর্থনীতি ভাল হবে।’

প্রধানমন্ত্রী অর্থনীতিকে ভিন্ন মাত্রায় নিয়ে গেছেন উল্লেখ করে তিনি বলেন, ‘নতুন সরকারের প্রথম অগ্রাধিকার হবে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা।’

বৈঠকে রিহ্যাব নেতৃবৃন্দ অর্থমন্ত্রীর কাছে স্বল্প ও মধ্যবিত্ত ক্রেতাদের সিঙ্গেল ও ডিজিট সুদে দীর্ঘ মেয়াদী ঋন প্রদানের জন্য জরুরি ভিত্তিতে ৩ হাজার কোটি টাকার একটি তহবিল গঠনপূর্বক গৃহায়ন শিল্পের একটি প্রণোদনামূলক প্যাকেজ ঘোষণার দাবি জানান। এছাড়াও ডেভেলপারদের বিদ্যমান ব্যাংক ঋণসমূহ ডাউন পেমেন্ট ব্যতিরেকে ১ বছরের জন্য গ্রেস পিরিয়ড প্রদান করে পুন:তফসিলকরণ করারও দাবি জানান তারা।

এ দাবি প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে কিছু করা যায় কি না তা পরে জানানো হবে।