suronjid_sen_picঢাকা: দশম জাতীয় নির্বাচনের পর আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত প্রশ্ন করেছেন, ‘দশম জাতীয় সংসদ নির্বাচনে সকল দল ও গোত্রের মানুষ ভোটে অংশগ্রহন করেছে। কিন্তু হিন্দুদের ওপর হামলা কেন?’

তিনি বলেন, ‘৪০ ভাগের বেশি মানুষ স্বত:র্স্ফুতভাবে নির্বাচনে অংশগ্রহন করেছেন। কিন্তু আমরা লক্ষ করছি বিএনপি-জামায়াত শুধুমাত্র সংখ্যালঘুদের ওপর হামলা করছে। কিন্তু কেন?’

বুধবার দুপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সেমিনার কক্ষে ঠিকানা বাংলাদেশ আয়োজিত চলমান রাজনীতি নিয়ে এক আলোচনা সভায় এ প্রশ্ন করেন তিনি।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সুরঞ্জিত বলেন, ‘আইন-শৃঙ্খলা বাহিনীর পশাপাশি সরকার ও সরকারি দলের নেতাকর্মীরা সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে পারছে না। তাই সংখ্যালঘুদের রক্ষায় আরো কঠোরভাবে কাজ করতে হবে।’

বিচার ব্যাবস্থাকে আরো কঠোর করা উচিত মন্তব্য করে তিনি বলেন, ‘শুধুমাত্র দ্রুত আইনে বিচার করলে হবে না। বিদেশে সংখ্যালঘুদের যেভাবে বিচারের আওতায় আনা হয় বাংলাদেশেও কঠোর আইন করে তাদের বিচারের আওতায় আনতে হবে।

সংবাদকর্মীদের সমালোচনা করে সুরঞ্জিত বলেন, ‘আপনারা শুধুমাত্র হামলার পরবর্তী পরিস্থিতি জনগনের সামনে তুলে ধরছেন। কিন্তু কারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে তা প্রকাশ করছেন না।’

হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের ঢাকা মহানগরের সাধারন সম্পাদক চিত্ত রঞ্জন দাসের সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক হারুণ চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক ব্যারিস্টার জাকির হোসেন, বঙ্গবন্ধু অ্যাকাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি হুমায়ুন কবির মিজি প্রমুখ।