Pakistan_vs_Bangladesরুহুল আমীন,ঢাকা:  সব নাটকের অবসান ঘটিয়ে এশিয়া কাপে খেলতে  ঢাকায় আসছে পাকিস্তান ক্রিকেট দল। তার আগে ২৪ জানুয়ারি ঢাকায় আসছে শ্রীলঙ্কান ক্রিকেট দল।

বৃহস্পতিবার দুবাইয়ে অনুষ্ঠিত আইসিসি সভায় এ সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বিষয়টা নিশ্চিত করেন।

জালাল ইউনুস বলেন,‘এশিয়া কাপে অংশ নেবে পাকিস্তান ক্রিকেট দল। তবে পাকিস্তান বাংলাদেশের কাছ থেকে তাদের দলের জন্য বাড়তি নিরাপত্তা চেয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের বাড়তি নিরাপত্তার আশ্বাসও দিয়েছে। এছাড়া শ্রীলঙ্কান ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে সব সমস্যার সমাধান হয়েছে। শ্রীলঙ্কান ক্রিকেট দল যথাসময়ে অর্থাৎ ২৪ জানুয়ারিতে ঢাকায় আসবে।’

জালাল ইউনুস আরো বলেন,‘ আজ বৃহস্পতিবার দুবাইয়ে অনুষ্ঠিত আইসিসি সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড সভাপতি জয়ান্থা ধর্মদাসার সঙ্গে  বৈঠক করেছেন। শ্রীলঙ্কা বাংলাদেশে ম্যাচ খেলার ব্যাপারে সম্মত হয়েছে। তবে তার আগে ১৩ জানুয়ারিতে এসএলসির পক্ষ থেকে দু-জন নিরাপত্তা পর্যবেক্ষক বাংলাদেশে আসবেন। তারা বাংলাদেশে সফরের সময় শ্রীলঙ্কান ক্রিকেট দলের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখবেন।’

এছাড়াও তিনি বলেন,‘ শ্রীলঙ্কা সিরিজ, এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আইসিসির কাছে নিরাপত্তা পরিকল্পনা পেশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইসিসি বাংলাদেশের নিরাপত্তা নিয়ে কোন আপত্তি করেনি বরং বাংলাদেশের পরিকল্পনা নিয়ে আইসিসি সন্তষ্ট হয়েছে।’

উল্লেখ্য, স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে দুই টেস্ট, দুই ম্যাচের টি-টোয়েন্টি ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে শ্রীলঙ্কা ক্রিকেট দল।