স্টাফ করেসপন্ডেন্ট, ঢাersad_picকা: নির্বাচিত সংসদ সদস্যদের বিষয়ে প্রজ্ঞাপন জারির দুদিনেও শপথ নেননি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। আইন অনুযায়ী আজকের মধ্যেই শপথ নিতে হবে তাকে। আজ শপথ না নিলে সংসদে সদস্য পদ হারাবেন এরশাদ।

বুধবার প্রজ্ঞাপন জারির পরদিন আওয়ামী লীগ এবং তাদের শরিক আর স্বতন্ত্র সংসদ সদস্যদের পাশাপাশি শপথ নেন জাতীয় পার্টির সংসদ সদস্যরাও।

তবে নেননি এরশাদ।শপথের পর দলের নেতা কাজী ফিরোজ রশিদ জানান, শুক্রবার শপথ নেবেন তাদের দলের চেয়ারম্যান। তবে শুক্রবারও শপথ নেননি তিনি। শুক্রবার দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার জানান, আজ শপথ নিতে পারেন এরশাদ।

উল্লেখ্য, এর আগে বারোই ডিসেম্বর রাত থেকে এরশাদ সম্মিলিত সামরিক হাসপাতালে আছেন। তিনি নির্বাচন বর্জনের ঘোষণা দিলেও, তার দলের ৩৩ জন সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

এর বেশিরভাগই বিনা প্রতিদ্বন্দ্বিতায়। রংপুর-৩ আসনে এরশাদ তার মনোনয়ন প্রত্যাহারের আবেদন করলেও নির্বাচন কমিশন তা গ্রহণ না করায় তিনি ঐ আসন থেনে নির্বাচিত হন।