বাংলাদেশ-সরকারস্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা: আজ দশম জাতীয় সংসদের নতুন মন্ত্রীরা শপথ নিবেন। সোমবার বিকেলে মন্ত্রীদের শপথের পর দপ্তর বন্টন করা হবে। নতুন মন্ত্রিপরিষদ সদস্যদের জন্য ৫০টি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে।

গাড়িগুলো ইতিমধ্যে সচিবালয়ে মন্ত্রিপরিষদ ভবনের সামনে রাখা হয়েছে। যারা মন্ত্রী হিসেবে শপথ নেয়ার আমন্ত্রণ পেয়েছেন তাদেরকে এ গাড়িগুলোতে করেই বিকেলে বঙ্গভবনে নিয়ে যাওয়া হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন মন্ত্রিপরিষদে ২ জন উপমন্ত্রী, ১৭ জন প্রতিমন্ত্রী এবং ২৮ জন মন্ত্রী স্থান পেতে পারেন। তবে এ সংখ্যা দু’একটা বাড়তে বা কমতে পারে। শপথের আগে বর্তমান উপদেষ্টাদের মধ্যে যারা থাকবেন না তাদের ব্যাপারে একটা প্রজ্ঞাপন জারি হবে।

নতুন মন্ত্রিপরিষদে ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, জাসদের হাসানুল হক ইনু, আওয়ামী লীগের আমির হোসেন আমু তোফায়েল আহমেদ, আবুল মাল আবদুল মুহিত, নুরুল ইসলাম নাহিদ, সৈয়দ আশরাফুল ইসলাম, মুজিবুল হক, মোহাম্মদ নাসিম, আসাদুজ্জামান নূর,

লতিফ সিদ্দিকী, মতিয়া চৌধুরী, ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ থাকতে পারেন। জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, মশিউর রহমান রাঙা, মজিবুল হক চুন্নু থাকতে পারেন বলেও শোনা যাচ্ছে।