ঢাকামন্ত্রীসভা : নবম জাতীয় সংসদে মহাজোট সরকারের মন্ত্রিসভায় ছিলেন এমন দুই ডজন সিনিয়র মন্ত্রী এবং আ’লীগ নেতা এবার দশম জাতীয় সংসদের নতুন মন্ত্রিসভা থেকে ছিটকে পড়লেন।

নানা অনিয়ম ও অভিযোগের কারণে এসব মন্ত্রীদের বাদ দেয়া হয়েছে বলে বিশেষ সুত্রে জানা গেছে।তাই সরকার নতুন চ্যালেঞ্জকে সামনে রেখে অভিযোগে অভিযুক্ত ঐসব মন্ত্রীদের বাদ দিয়ে ক্লীন আকটি মন্ত্রীশোভা গঠন করলেন।

আর এ নতুন মন্ত্রিসভায় স্থান না পাওয়ার তালিকায় রয়েছেন সাবেক পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) একে খন্দকার, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন, স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদদীন খান আলমগীর, খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি,

শ্রমমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু, পরিবেশ ও বনমন্ত্রী ড. হাসান মাহমুদ, স্থানীয় সরকার, মৎস্য ও পশু সম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ, বিমান ও পর্যটন মন্ত্রী ফারুক খান,

পানি সম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান তালুকদার, স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, পানি সম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন, ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন, বিদ্যুৎ,

জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী ব্রি. জে. (অব) মোহাম্মদ এনামুল হক, স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ, মৎস্য ও পশুসম্পদ প্রতিমন্ত্রী আবদুল হাই, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রী মোস্তফা মোহাম্মদ ফারুক এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অবঃ) মুজিবুর রহমান ফকির।