sekh__Russel_picরুহুল আমীন,ঢাকা: প্রিমিয়ার লিগের তৃতীয় রাইন্ডের প্রথম দিনেই হোঁচট খেয়েছে গত আসরের চ্যাম্পিয়ন শেখ রাসেল ক্রীড়া চক্র। রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে যোগ্য দল হিসেবেই রাসেলের বিপক্ষে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড।

দলের সেরা দুই বিদেশী মিডফিল্ডার ম্যাক্সিম ও উসুকারকে ছাড়াই ব্রাদার্সের সঙ্গে লড়াইয়ে নামে শেখ রাসেল। ফলে মাঝমাঠে তাদের অভাবটা স্পষ্ট বোঝা গেল এদিন।

পরপর দুই জয় নিয়ে শিরোপা লড়াইয়ে এগিয়েই ছিল শেখ রাসেল। পয়েন্ট টেবিলে সমান ছয় পয়েন্ট নিয়ে এখন পর্যন্ত শীর্ষ দল শেখ জামালের ঘাড়ে নিঃশ্বাস ফেলছিল তারা। কিন্তু তৃতীয় ম্যাচে এসে হোঁচট খেতে হলো রাসেলকে।

রোববার দারুণ খেলে যোগ্যদল হিসেবেই লিগের প্রথম জয় তুলে নেয় ব্রাদার্স। খোলে পয়েন্টের খাতাটাও। খেলার ১৯ মিনিটে ব্রাদার্সের ফরোয়ার্ড রানার পাস থেকে গোলের প্রথম সুযোগ সৃষ্টি করেন ঘানাইয়ান খেলোয়াড় ইউসুফ। ৩৪ মিনিটে আবারও সুযোগ মেলে ব্রাদার্সের।

তবে ফয়সালের পাসে বল পেয়ে সেটি কাজে লাগাতে ব্যর্থ হন ব্রাদার্সের নাইজেরিয়ান ফরোয়ার্ড কেস্টার একন। ৩৯ মিনিটে সুযোগ পেয়ে গোল করতে ব্যর্থ হয়েছেন প্রথম ম্যাচের হ্যাটট্রিকধারী মিঠুনও। ফলে প্রথমার্ধ গোলশূন্যই থাকে। তবে বিরতি থেকে ফিরে গোল আদায় করতে ভুল করেনি ব্রাদার্স।

খেলার দ্বিতীয়ার্ধে ব্রাদার্স ফরোয়ার্ড রুবেল দলটির পক্ষে জয়সূচক গোলটি করেন।