ঢাকা: নির্বাচনকালীন সরকারের দাবিতেthailand_pic ফের উত্তাল হয়ে উঠেছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। বর্তমান প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার অধীনে বিরোধীদলের নির্বাচনে না যাওয়ার ঘোষণার পর ধীরে ধীরে রাজপথে জনসমাগম বাড়তে শুরু করেছে।

আজ সোমবার সকাল থেকেই ব্যাংককের রাজপথের দখল নিতে শুরু করেছে বিরোধীরা।  সিনাওয়াত্রাও তার অধীনেই আগামী ২ ফেব্রুয়ারির নির্বাচনের ব্যাপারে অনড় অবস্থানে থেকে রাজপথে বিশৃঙ্খলা রোধে নিরাপত্তা বাহিনীর ১৮ হাজার সদস্যকে মোতায়েন করেছেন।

বিবিসির খবরে বলা হয়েছে, নির্বাচনকে প্রতিহতের লক্ষ্যে থাইল্যান্ডের প্রধান প্রধান সড়কে ব্যারিকেড দিয়ে অবস্থান নিয়েছে সরকারবিরোধী বিক্ষোভকারীরা।

কার্যত ব্যাংককে অচলা করতেই মূল সড়কের দুপাশে ব্যারিকেড দিয়েছে বিরোধীরা। তারা নির্বাচন বাতিল করার পাশাপাশি ২ ফেব্রুয়ারি মধ্যে সিনাওয়াত্রা সরকারের পদত্যাগের আন্দোলন গড়ে তুলেছেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, ইংলাক সিনাওয়াত্রা মূলত তার ভাই থাকসিন সিনাওয়াত্রার নির্দেশ অনুযায়ী কাজ করছেন। এছাড়া থাকসিনের দল পিটিপি সর্বক্ষেত্রে স্বজনপ্রীতি করে রাজনীতিকে কলুষিত করেছে।
তত্ত্বাবধায়কের দাবিতে ফের উত্তাল ব্যাংককউল্লেখ্য, টেলিকম খাতে র্দুর্নীতির অভিযোগে দ-প্রাপ্ত থাকসিন বর্তমানে দেশের বাইরে অবস্থান করছে। তবে তার দল এখন পর্যন্ত দেশটিতে অনুষ্ঠিত মোট চারটি নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করে। আগামী ২ ফেব্রুয়ারির নির্বাচনের অংশ নেবে দলটি। তবে থাইল্যান্ডের প্রধান বিরোধীদল ওই নির্বাচন বয়কটের ডাক দিয়েছে।
বিক্ষোভকারীরা নভেম্বর থেকে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিক্ষোভ চালিয়ে আসছে। সরকার বিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত প্রায় আটজন নিহত হয়েছেন। গত শনিবারে বিক্ষোভ সমাবেশ চলাকালে আততায়ীর গুলিতে কমপক্ষে সাতজন আহত হয়। তবে সেই ঘটনায় কেউ মারা যায়নি বলে জানা যায়।