আশরাফস্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফ বলেছেন, দেশের প্রধান বড় দুই দলের একটি বিএনপির সঙ্গে সরকারের আলোচনা অব্যাহত রয়েছে।

আলোচনা মিডিয়ার সামনে হচ্ছে না। কিন্তু আলোচনা চলছে। সোমবার বিকেল মন্ত্রণালয়ের কাজে যোগ দেয়ার পর সাংবাদিকদের একথা বলেন তিনি।

আশরাফ বলেন, বিএনপির সঙ্গে সংলাপ বন্ধ হয়ে যায়নি বরং আরো বেগবান হয়েছে। রাজনীতিতে সংলাপ এবং নির্বাচনের বিকল্প নেই।

মন্ত্রী বলেন, জাতিসংঘের রাজনৈতিক বিষয়ক সহকারি মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকোর উদ্যোগের পর আমরা (বিএনপি-আওয়ামী লীগ) তিনদিন আলোচনায় বসেছি। আমাদের মধ্যে দীর্ঘ সময় আলোচনা হয়েছে। সাফল্যের কাছাকাছি পৌঁছেও গিয়েছিলাম।

তিনি বলেন, আওয়ামী লীগ ও বিএনপি বড় দুটি রাজনৈতিক দল। এখানে আমি বা আমরা কেউই একক কর্তৃত্ব ভোগ করি না।