গাজীপুর: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১০ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফলাফল সোমবার প্রকাশিত হয়েছে।

গত জুন ২০১৩ থেকে আগস্ট ২০১৩ পর্যন্ত সময়ে অনুষ্ঠিত এ পরীক্ষায় সারাদেশে মোট ১০১টি কলেজের ১ লাখ ৯ হাজার ৮৬৬ জন পরীক্ষার্থী মোট ৩০টি বিষয়ে অংশগ্রহণ করেছে।

এসব পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে মোট ১ লাখ ৩ হাজার ৪৬৯ জন। পরীক্ষায় পাশের গড় হার ৯৩ দশমিক ৮১।পরীক্ষার ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট তে পাওয়া যাবে।

এছাড়াও যে কোন মোবাইল থেকে  ফলাফল জানা যাবে। দেশে অস্থিতিশীল পরিবেশ থাকা সত্ত্বেও পাঁচ মাসের মধ্যে পরীক্ষার এ ফলাফল প্রকাশ করা সম্ভব হয়েছে বলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার জানিয়েছেন।