মারুফ মালেক,জীবননগজীবননগরে র: জীবননগর উপজেলার মাধবপুর বাজারে একটি ফার্নিচার ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে ভারতীয় ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন।

ঘটনার ব্যাপারে জীবননগর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করা হয়েছে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্র জানান, ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ঘুগরি গ্রামের মোজাম্মেল হকের ছেলে মনির হোসেন(৩৩),

ফয়েজ উদ্দিনের ছেলে ফারুক হোসেন(২৯) ও পান্তাপাড়া  গ্রামের হুদাপাড়ার রহিম ভূঁইয়ার ছেলে দাউদ হোসেন(২৪) জীবননগর উপজেলার হাসাদহ ইউনিয়নের মাধবপুর বাজারে জনৈক আফজাল হোসেনের একটি ঘর ভাড়ায় নিয়ে সেখানে ফার্নিচার ব্যবসা শুরু করে।

তারা সেখানে দীর্ঘদিন ধরে ফার্নিচার ব্যবসার আড়ালে চালাতে থাকে মাদক ব্যবসা। তাদের এ মাদক ব্যবসার গোপনে খবর পৌছে যায় ঝিনাইদহ র‌্যাব অফিসে।

র‌্যাব কর্তৃপক্ষ এ সংবাদের ভিত্তিতে ওই সব মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অনুসন্ধান চালাতে থাকেন। এক পর্যায়ে তারা প্রকৃতপক্ষে মাদক ব্যবসায়ী তা নিশ্চিত হয়ে গত মঙ্গলবার সন্ধ্যায় ঝিনাইদহ র‌্যাব-৬ ক্যাম্পের ইনচার্জ মেজর  হাবিবুল্যাহ হাবিব সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে  মাধবপুর বাজারে অভিযান চালান।

এসময় র‌্যাব সদস্যরা মাধবপুর বাজারের নাম ঠিকানাহীন ওই ফার্নিচার দোকান ঘরটি ঘিরে ফেলেন এবং দোকানের ভিতর তল্লাসী চালাতে থাকেন। এ পর্যায়ে র‌্যাব সদস্যরা তল্লাসী চালিয়ে ওয়ার ড্রপের ভিতর বিশেষ ভাবে সাজানো এক হাজার ৬০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেন।

এ সময় তারা ওই তিনজন ব্যবসায়ীকেও গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা এলাকায় ফার্নিচার ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। এ ব্যাপারে মেজর হাবিব জানান,গ্রেফতারকৃতরা তাদের ফার্নিচারের দোকানে থাকা একটি ওয়ার ড্রপের ভিতর আটককৃত ফেনসিডিলগুলো রেখে সেগুলি পাচারের অপেক্ষায় ছিল।

আমরা এ সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করে মালামাল উদ্ধার করি। এ ব্যাপারে জীবননগর থানায় মামলা করা হয়েছে।