স্টাফ করেসপন্ডেন্ট,ঢাকা: নban_new_gov_mit_picবগঠিত মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে আজ (বৃহস্পতিবার)।

সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে।বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী হওয়া শেখ হাসিনা।

৫ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের ২২৯, জাতীয় পার্টির (জাপা) ৩৩, ওয়ার্কার্স পার্টির ৬, জাসদের ৫জনসহ জাতীয় পার্টি (জেপি), বিএনএফ ও তরীকত ফেডারেশনের একজন করে এবং স্বতন্ত্র ১৪ জনসহ মোট ২৯০ জন সাংসদ নির্বাচিত হওয়ার গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।

এর মধ্যে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ২টি আসনে বিজয়ী হওয়ায় রংপুর-৩ আসনটি ছেড়ে দেন। এর ফলে ২৮৯ জন সাংসদ শপথ নেন।

১২ জানুয়ারি সংখ্যাগরিষ্ঠ দলের নেতা শেখ হাসিনার নেতৃত্বে ৪৯ সদস্যের মন্ত্রিপরিষদ গঠন করা হয়। এতে আওয়ামী লীগের পাশাপাশি যোগ দেন ওয়ার্কার্স পার্টি, জাসদ, জাতীয় পার্টি (জাপা) ও জাতীয় পার্টির (জেপি) সংসদ সদস্যরাও। এরশাদের জাপা বিরোধী দলে থেকে মন্ত্রিপরিষদের অংশ নিয়েছে।