salman_khan_aamir_khan_shahrukh_khan_picরুহুল আমীন, ঢাকা: চিরকালই রাজনীতির সঙ্গে বলিউডের যোগ সুদৃঢ়। তবে ২০১৪ সালে আসন্ন লোকসভা নির্বাচনে ভারতের রাজনীতি দেখতে চলেছে এক নতুন চমক।

ইতিমধ্যে সেই চমকের প্রিমিয়ার শো হয়ে গিয়েছে। সেই সঙ্গে তিন ভাগে ভাগ হয়ে গিয়েছে বলিউড শিবিরও।কোনো রাখঢাক ছাড়াই শাহরুখ খান একনিষ্ঠ কংগ্রেসভক্ত।

সোনিয়া এবং রাহুল অনুগামী বললেও অত্যুক্তি করা হবে না। বিভিন্ন অনুষ্ঠানে মুক্ত কণ্ঠে তিনি সোনিয়া এবং রাহুলের প্রশংসা করেছেন।অন্যদিকে প্রথমে আন্না হাজারে এবং পরে আম আদমি পার্টিকে নিজের সমর্থন জানিয়েছেন মিস্টার পারফেকশনিস্ট আমির খান।

এবার এই লিগে নাম লেখালেন সালমান খান। পাশে গিয়ে দাঁড়ালেন নরেন্দ্র মোদীর। যদিও আপাতভাবে সংক্রান্তিতে ঘুড়ি উৎসবেই উপস্থিত থাকতে গিয়েছিলেন সালমান।

তবে ওয়াকিবহাল মহলে ইতোমধ্যেই এই নিয়ে জোর গুঞ্জন উঠেছে। এমনটিও মনে করা হচ্ছে যে মুসলিম সংখ্যালঘুদের ভোট পাওয়ার স্ট্র্যাটেজি মাথায় রেখেই মোদীর সালমান বরণ।