ঢাকা: পাকিস্তানে একটি স্কুলবাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৮ শিশুসহ মোট ২১ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে বাকি ৩ জন স্কুলের শিক্ষক।

এ ঘটনায় আরো ১১ জন আহত হয়েছে।বুধবার দেশটির দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশের নওয়াবশাহ শহরে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুগুলো পার্শ্ববর্তী শহর দৌলতপুরের ব্রাইট ফিউচার স্কুলের শিক্ষার্থী। তারা স্কুল থেকে এক শিক্ষা সফরে নওয়াবশাহতে এসেছিল।

সফর শেষে ফিরে যাবার সময় এই দুর্ঘটনা ঘটে। আহতদের শহরের নওয়াবশাহ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। তারমধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে মর্মান্তিক এই দুর্ঘটনার পর শিশুগুলোর অভিবাবকরা হাসপাতালে ভিড় করে। সেখানে নিহতদের স্বজনদের কান্নার রোল পড়ে যায়।

আহতদের জরুরিভিত্তিতে রক্ত দেয়ার জন্য স্থানীয় টিভি চ্যানেল ও মসজিদের মাইকে আহ্বান জানানো হয়।এ ঘটনায় পাকিস্তানের প্রেসিডেন্ট মামনুন হুসাইন ও সিন্ধুর তথ্য মন্ত্রী সারজিল ইনাম মিমন দুঃখ ও শোক প্রকাশ করেছেন।