মির্জা ফখরুল ইসলামআরিফুল ইসলাম, ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আলীগ সরকার অবৈধ সরকার। তবুও বর্তমান সংকট নিরসনে আমরা তথাকথিত সরকারের সঙ্গে আলোচনায় রাজি।’

আমরা তো হাওয়ার সঙ্গে আলোচনা করতে পারি না। যেহেতু একটি তথাকথিত সরকার আছে এই সরকারের সঙ্গেই আলোচনা করতে হবে। তবে সরকারের পক্ষ থেকেই প্রস্তাব আসতে হবে।

বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল দুপুর দেড়টার দিকে কেন্দ্রীয় কার্যালয়ে আসেন। প্রায় ১৭ মিনিট তিনি কার্যালয়ে অবস্থান করেন।  তিনি বলেন, ‘যে আন্দোলন চলছে, তা দিয়ে দাবি আদায় করা হবে। গণতন্ত্রের বিজয় হবেই।’

তিনি বলেন,‘ দীর্ঘ আড়াই মাস বিএনপিসহ বিরোধীদল ফ্যাসিবাদী সরকারের কাছে নির্যাতনের শিকার হয়ে আসছে। হত্যা, গ্রেপ্তার, মামলা, হামলা, গুম করে বিরোধীদল নির্মূল করার ষড়যন্ত্র চলছে। বাংলাদেশের মানুষ অতীতে কোনো ষড়যন্ত্র মেনে নেয়নি এবারও মেনে নেবে না। জনগণের প্রচেষ্টায় গণতন্ত্র মুক্ত হবে।’

৮৫ বছরের বেশি বয়সী নেতাদের মিথ্যা মামলা দিয়ে কারাগারে আটক রাখা হচ্ছে- এমন অভিযোগ করে তিনি বলেন, ‘বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে বিলম্বিত করা হচ্ছে বিচার কাজ।’

মির্জা ফখরুল বলেন, ‘দীর্ঘদিন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় অবরোধ করে রাখা হয়েছিলো। রিজভী আহমেদ গ্রেপ্তারের পর থেকে কার্যালয়ে প্রবেশে আরো বেশি বাধার সৃষ্টি করা হয়। একটি গণতান্ত্রিক দেশে পুলিশ দিয়ে কার্যালয় ঘিরে রেখে যে কাজটি করা হয়েছে তা সম্পূর্ণ অনৈতিক ও অগণতান্ত্রিক আচরণ।’

এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু,  কেন্দ্রীয় সহ-দপ্তর  সম্পাদক আবদুল লতিফ জনি, শামীমুর  রহমান শামীম, আসাদুল করিম শাহীন, যুবদলের সহ-সভাপতি আবদুস  সালাম আযাদ, নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার,  মুক্তিযুদ্ধ প্রজন্মের (ঢাকা দক্ষিণ) সভাপতি জাকির হোসেন প্রমুখ।