block marketদেশ প্রতিক্ষণ, ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ১০ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২০ কোটি ৩৪ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। কোম্পানির ২ লাখ ৪৫ হাজার শেয়ার ৭ কোটি ৮৮ লাখ টাকা লেনদেন হয়েছে। কোম্পানিটি টার্নওভারের শীর্ষেও অবস্থান করছে।

ব্লক মার্কেটে লেনদেনের দ্বিতীয় স্থানে উঠে এসেছে গ্রামীণ ফোন। কোম্পানির ১ লাখ শেয়ার ৩ কোটি ৬৮ লাখ টাকায় লেনদেন হয়েছে। লেনদেনে তৃতীয় স্থানে উঠে এসেছে স্কয়ার ফার্মা। কোম্পানির ১ লাখ ১৫ হাজার শেয়ার ৩ কোটি ১২ লাখ টাকায় লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্যান্য কোম্পানি মধ্যে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১ লাখ শেয়ার ২ কোটি টাকা, বিডি ফাইন্যান্সের ১১ লাখ ৮ হাজার শেয়ার ১ কোটি ৪৯ লাখ টাকায়, ব্রিটিশ আমেরিকান টেবাকো কোম্পানির (বিএটিবিসি)১ হাজার ৭০০ শেয়ার ৫৬ লাখ টাকা,

একটিভ ফাইনের ৯২ হাজার শেয়ার ৪১ লাখ টাকা, রূপালী ইন্স্যুরেন্সের ২ লাখ শেয়ার ৭৫ লাখ টাকা, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ২ হাজার ৩৫০ শেয়ার ২৮ লাখ টাকা, কনফিডেন্স সিমেন্টের ৪ হাজার শেয়ার ৯ লাখ টাকায় লেনদেন হয়েছে।