block marketদেশ প্রতিক্ষণ, ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জে বৃহস্পতিবার ব্লক মার্কেটে ১২ কোম্পানির ২৭ কোটি ৮৯ লাখ ৪২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে তিন কোম্পানির। কোম্পানিগুলো হলো-রেনেটা লিমিটেড, ইস্টার্ন কেবলস ও লাফার্জ-হোলসিম বাংলাদেশ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা যায়।

সূত্র জানায়, এদিন ব্লক মার্কেটে লেনদেনের শীর্ষে ছিল রেনেটা লিমিটেড। পাঁচ হাওলায় কোম্পানিটির ১ লাখ ৩৮২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১১ কোটি ১২ লাখ ২৪ হাজার টাকা।

দ্বিতীয় স্থানে ছিল ইস্টার্ন ক্যাবেলস লিমিটেড। এক হাওলায় কোম্পানিটির ২ লাখ ৫১ হাজার ৭০০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৬ কোটি ৬ লাখ ৬ হাজার টাকা। তৃতীয় স্থানে ছিল লাফার্জ-হোলসিম বাংলাদেশ লিমিটেড। এক হাওলায় কোম্পানিটির ১০ লাখ ৫০ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪ কোটি ৫১ লাখ ৫০ হাজার টাকা।

এছাড়া বেক্সিমকো ফার্মার ৭৪ লাখ ৫০ হাজার টাকার, মুন্নু সিরামিকের ৮০ লাখ ৮৩ হাজার টাকার, অলিম্পিকের ৮৬ লাখ ৪০ হাজার টাকার, প্রাইম ব্যাংকের ২৮ লাখ ৯৭ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ৭ লাখ ৩২ হাজার টাকার, এসকে ট্রিমসের ২ কোটি ৮ লাখ ৮০ হাজার টাকার, শাহজিবাজার পাওয়ারের ৪০ লাখ ৮৭ হাজার টাকার, স্ট্যান্ডার্ড সিরামিকের ৪৯ লাখ ৫০ হাজার টাকার এবং ইউনাইটেড পাওয়ারের ২৯ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।