দেশ প্রতিক্ষণ, ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বুধবার ব্লক মার্কেটে ২৩টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির সাড়ে ১৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিগুলোর ১৭ লাখ ৭৯ হাজার ৯৭৫টি শেয়ার ৩৮ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ১৩ কোটি ৬৭ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে গ্লাক্স্যো স্মিথ ক্লাইনের। কোম্পানিটির ২ কোটি ৭ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ২ কোটি ১ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে গ্রামীণফোনের এবং তৃতীয় সর্বোচ্চ ১ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে বৃটিশ আমেরিকান ট্যোবাকো কোম্পানির।

এছাড়া আর্গন ডেনিমসের ২৭ লাখ ১০ হাজার টাকার, ব্যাংক এশিয়ার ২৪ লাখ ৮৬ হাজার টাকার, বিডিকমের ৩২ লাখ টাকার, বাংলাদেশ সাবমেরিন কেবলসের ৯৭ লাখ ৩০ হাজার টাকার, ঢাকা ব্যাংকের ৬৭ লাখ ৮৭ হাজার টাকার, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৯ লাখ ৪৩ হাজার টাকার, ইসলামিক ফাইন্যান্সের ৩৭ লাখ ২৩ হাজার টাকার, জেএমআই সিরিঞ্জের ৭ লাখ ৭৮ হাজার টাকার, নাভানা সিএনজির ১ কোটি ৪০ লাখ ৫৪ হাজার টাকার, ওয়াইম্যাক্সের ১৫ লাখ টাকার,

অলিম্পিকের ৫৮ লাখ ৩২ হাজার টাকার, পাওয়ার গ্রীডের ১৩ লাখ ৭১ হাজার টাকার, প্রভাতী ইন্স্যুরেন্সের ১৬ লাখ ৮ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ১৭ লাখ টাকার, সায়হাম কটনের ১০ লাখ ৯৫ হাজার টাকার, শাহজালাল ইসলামী ব্যাংকের ১০ লাখ ৫৭ হাজার টাকার, এসকে ট্রিমসের ৪৮ লাখ ২৮ হাজার টাকার, সোনার বাংলা ইন্স্যুরেন্সের ৮ লাখ ২৪ হাজার টাকার স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ৩৮ লাখ ২৯ হাজার টাকার এবং ইউনাইটেড পাওয়ারের ৯৮ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।