দেশ প্রতিক্ষন, ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত খারাপ কোম্পানি অধিগ্রণ করলে বিশেষ সুবিধা দিবে সরকার। ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে এ ঘোষণা দেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

‘সমৃদ্ধির সোপানে বাংলাদেশ, সময় এখন আমাদের’ শিরোনামে প্রস্তাবিত আগামী ২০১৯-২০ অর্থবছরের ব্যয় ধরা হয়েছে ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা। বাজেটে তুলে ধরা হয়েছে পুঁজিবাজারের গুরুত্ব। সরকার মনে করে পুঁজিবাজারকে বাদ দিয়ে অর্থনীতি এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। তাই দেশের অর্থনীতির জন্যই পুঁজিবাজারকে বিকশিত করতে চায় সরকার।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, পুঁজিবাজারে কোন রুগ্ন কোম্পানিকে যদি কোন আর্থিক দিক থেকে সবল কোম্পানি আত্নীকরণ করতে চায় সেটা বিবেচনা করা যেতে পারে। প্রয়োজনে দর কষাকষির মাধ্যমে কিছুটা বিনিয়োগ সুবিধা দিয়ে হলেও এ কাজটা কার গেলে পুঁজিবাজারে অনেক শক্তিশালী অবস্থানে আসবে বলে আমরা মনে করি। এই প্রক্রিয়ায় পুঁজিবাজারের গভীরতা বাড়বে এবং স্থিতিশীলও থাকবে বলে আশা করছি।