দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার সূচকের পতনে লেনদেন শুরু হয় দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে।দিনশেষে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেশিরভাগেরই দর হারালেও ডিএসইতে বেড়েছে মোট লেনদেনের পরিমান। আজ মোট লেনদেন হয়েছে ৪৬৪ কোটি টাকা ১৮ লাখ টাকা।

দরপতন পুঁজিবাজারে কেন বাড়ছে লেনদেন এ রহস্য মুলে ডিএসই ব্লক মার্কেটে ৯টি কোম্পানি লেনদেনে অংশ নেয়া। এসব কোম্পানির সাড়ে ৭২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

জানা গেছে, কোম্পানিগুলোর ১ কোটি ১৬ লাখ ৯৪ হাজার ৩৭টি শেয়ার ১১ বার হাত বদল হয়েছে।  এর মাধ্যমে কোম্পানিগুলোর ৭২ কোটি ৫৯ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৬৩ কোটি ২৫ লাখ ২২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের। দ্বিতীয় সর্বোচ্চ ৬ কোটি ৩১ লাখ ৩৫ হাজার টাকার স্কয়ার ফার্মার এবং তৃতীয় সর্বোচ্চ ১ কোটি ৯৩ লাখ ৫২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে প্রাইম ইন্স্যুরেন্সের।

এছাড়া বঙ্গজের ১৪ লাখ ৭৫ হাজার টাকার, বারাকা পাওয়ারের ৪০ লাখ ৩১ হাজার টাকার, ইস্টার্ন হাউজিংয়ের ৭ লাখ ৬০ হাজার টাকার, নিটল ইন্স্যুরেন্সের ১২ লাখ ৫৬ হাজার টাকার, সিমটেক্সের ১১ লাখ ৯৫ হাজার টাকার এবং সিনোবাংলার ২২ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অভিজ্ঞ বিনিয়োগকারী মোতাহার মিয়া বলেন, দরপতন পুঁজিবাজারে বাড়ছে লেনদেন। তবে ব্লক মার্কেটে লেনদেন বাড়ার কারনে লেনদেন বাড়ছে। আসলে এ লেনদেন বাড়াটা শুভঙ্করের ফাঁকি বলে তিনি মনে করেন।