দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত সাত কোম্পানির ইপিএস প্রকাশ করছে। এর মধ্যে শতকরা ৯০ শতাংশ কোম্পানির ইপিএস বেড়েছে। এর মধ্যে চারটি ব্যাংক খাতের কোম্পানি এবং তিনটি বীমা খাতের কোম্পানি ইপিএস প্রকাশ করছে। এর মধ্যে ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স কর্পোরেশন ইপিএস কমলেও প্রত্যেকটি কোম্পানির ইপিএস বাড়ছে।

ইস্টার্ন ব্যাংক লিমিটেড: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ইস্টার্ন ব্যাংক লিমিটেড (জানুয়ারি–জুন,১৯) দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, চলতি অর্থবছরের ৬ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৯৫ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১.৫৫ টাকা। এ হিসাবে ইপিএস বেড়েছে ০.৪০ টাকা।

এদিকে কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’১৯) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে .৮৯ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১.০২ টাকা। এ হিসাবে ইপিএস কমেছে .১৩টাকা। কোম্পানিটির ২০১৯ সালের ৩০ জুন শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮.৯৩ টাকায়।

সিটি ব্যাংক লিমিটেড: পুঁজিবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংক লিমিটেড (জানুয়ারি–জুন,১৯)দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, চলতি অর্থবছরের ৬ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত মুনাফা (ইপিএস) হয়েছে ১.৯১ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১.৪৪ টাকা। এ হিসাবে ইপিএস বেড়েছে ০.৪৭ টাকা বা ৩৩ শতাংশ।

এদিকে কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’১৯) শেয়ারপ্রতি সমন্বিত মুনাফা (ইপিএস) হয়েছে ১.১২ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১.০৫ টাকা। এ হিসাবে ইপিএস বেড়েছে ০.০৭ টাকা বা ৭ শতাংশ। কোম্পানিটির ২০১৯ সালের ৩০ জুন শেয়ারপ্রতি সমন্বিত সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৬.৭৬ টাকায়।

ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স কর্পোরেশন: পুঁজিবাজারে তালিকাভুক্ত ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স কর্পোরেশনের শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) কমেছে ১ শতাংশ। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের ৬ মাসে (জানুয়ারি-জুন’১৯) সময়ে এই মুনাফা কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, চলতি অর্থবছরের ৬ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৪.৩৬ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৪.৩৯ টাকা। এ হিসাবে ইপিএস কমেছে ০.০৩ টাকা বা ১ শতাংশ।

এদিকে কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’১৯) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.২৪ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১.৩২ টাকা। এ হিসাবে ইপিএস কমেছে ০.০৮ টাকা বা ৬ শতাংশ। কোম্পানিটির ২০১৯ সালের ৩০ জুন শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৯.৬৯ টাকায়।

গ্লোবাল ইন্স্যুরেন্স: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্লোবাল ইন্স্যুরেন্স দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন’১৯) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.০২৫ টাকা। আগের বছর একই সময়ে ছিল ০.০৪৩ টাকা। ছয় মাসে (জানুয়ারি-জুন,১৯) কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৫৭ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৪৫ পয়সা। ৩০ জুন ২০১৯ শেষে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সমন্বিত সম্পদ মূল্য হয়েছে (এনএভিপিএস) হয়েছে ১২ টাকা ৪১ পয়সা।

প্রভাতী ইন্স্যুরেন্স: শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রভাতী ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ১৪ শতাংশ। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের ৬ মাসে (জানুয়ারি-জুন’১৯) সময়ে এই মুনাফা বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি অর্থবছরের ৬ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.৫১ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ২.২২ টাকা। এ হিসাবে ইপিএস বেড়েছে ০.৩১ টাকা বা ১৪ শতাংশ।

এদিকে কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’১৯) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৪৬ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১.২০ টাকা। এ হিসাবে ইপিএস বেড়েছে ০.২৬ টাকা বা ২২ শতাংশ। কোম্পানিটির ২০১৯ সালের ৩০ জুন শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৮.৫৫ টাকায়।

আল আরাফাহ ইসলামী ব্যাংক: শেয়ারবাজারে তালিকাভুক্ত আল আরাফাহ ইসলামী ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত মুনাফা বেড়েছে ২১ শতাংশ। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের ৬ মাসে (জানুয়ারি-জুন’১৯) সময়ে এই মুনাফা বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি অর্থবছরের ৬ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত মুনাফা (ইপিএস) হয়েছে ০.৫১ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ০.৪২ টাকা। এ হিসাবে ইপিএস বেড়েছে ০.০৯ টাকা বা ২১ শতাংশ।

এদিকে কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’১৯) শেয়ারপ্রতি সমন্বিত মুনাফা (ইপিএস) হয়েছে ০.০৭ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ০.০৩ টাকা। এ হিসাবে ইপিএস বেড়েছে ০.০৪ টাকা বা ১৩৩ শতাংশ। কোম্পানিটির ২০১৯ সালের ৩০ জুন শেয়ারপ্রতি সমন্বিত সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯.৪৩ টাকায়।

প্রাইম ব্যাংক: শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রাইম ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত মুনাফা বেড়েছে ২৯ শতাংশ। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের ৬ মাসে (জানুয়ারি-জুন’১৯) সময়ে এই মুনাফা বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি অর্থবছরের ৬ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত মুনাফা (ইপিএস) হয়েছে ০.৯০ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ০.৭০ টাকা। এ হিসাবে ইপিএস বেড়েছে ০.২০ টাকা বা ২৯ শতাংশ।

এদিকে কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’১৯) শেয়ারপ্রতি সমন্বিত মুনাফা (ইপিএস) হয়েছে ০.৫৩ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ০.৪০ টাকা। এ হিসাবে ইপিএস বেড়েছে ০.১৩ টাকা বা ৩২ শতাংশ। কোম্পানিটির ২০১৯ সালের ৩০ জুন শেয়ারপ্রতি সমন্বিত সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২.৮২ টাকায়।