দেশ প্রতিক্ষণ, ঢাকা: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে এ পর্যন্ত মোট কতজন মারা গেছে তার সঠিক হিসাব এখন দেয়া সম্ভব নয়। খোঁজ-খবর নিয়ে পরে আপনাদের জানানো হবে। নতুন করে রোগী বাড়লেও আনুপাতিক হারে বাড়েনি ডেঙ্গু রোগীর সংখ্যা। সরকারি সব হাসপাতালগুলোতে অতিরিক্ত বিছানাসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শনিবার (৩ আগস্ট) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু আক্রান্ত রোগীদের ওয়ার্ড পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, কিট সংকট থাকলেও তা ব্যবস্থা নেয়া হয়েছে। দুই লাখ পিস কিট আনা হয়েছে, আরও ৮ লাখ পিস কিট আসছে। এদিকে আজও বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু চিকিৎসা নিতে আসা রোগীদের ভিড় ছিল। বেসরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার কিট নেই এমন অভিযোগের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এ বিষয়টি দেখার জন্য গঠিত সেল কাজ করছে। তারা তদারকি করছে।

জাহিদ মালেক বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে রয়েছে। প্যানিকড হওয়ার কিছু নেই। পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। ৫০ লাখ ডেঙ্গু শনাক্তের কিট আমদানির নির্দেশ দেওয়া হয়েছে। দুই লাখ চলে এসেছে।

ডেঙ্গু প্রতিরোধে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানাচ্ছি। স্বাস্থ্যমন্ত্রণালয়ের সবার ঈদের ছুটি বাতিল করেছি। সিটি করপোরেশন ভালো কাজ করছে। মশা কামানো গেলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যাও কমে যাবে। চিকিৎসার জন্য যা যা প্রয়োজন, আমরা সব করছি।’

তিনি বলেন, আমাদের চিকিৎসকরা দিন-রাত কাজ করছেন। এজন্য তারা প্রশংসার দাবিদার। আমরা রোজ মনিটর করছি। ডাক্তার নার্সের অভাব নেই। সবাই মিলে চেষ্টা করছি। উল্লেখ্য, গেলো ২৪ ঘণ্টায় দেড় হাজারেরও বেশি রোগী ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।