দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত সিরামিকস খাতের কোম্পানি স্ট্যান্ডার্ড সিরামিকের কারখানার একটা অংশ বন্ধ থাকবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়। সূত্র মতে, গতকাল কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী কোম্পানিটির কারখানার (প্রধান উৎপাদন বিভাগ) একটা চুল্লি সংস্কারের জন্য আগামী ১৪ আগস্ট থেকে বন্ধ থাকবে।

এটা দুই মাসের বেশি বা তার কম সময়ের জন্য হতে পারে। কোম্পানিটি আগামী অক্টোবর ২০১৯ এর তৃতীয় সপ্তায় বন্ধ থাকা অংশটির কার্যক্রম শুরু করবে। উল্লেখ্য, এ বিষয়ে কোম্পানিটি গত ২৮ অক্টোবর ২০১৭ সালে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চিটাগং স্টক এক্সচেঞ্জ (সিএসই) থেকে অনুমোদন পায়।