দেশ প্রতিক্ষণ, ঢাকা:  ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩১টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ১৪২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৮৮ কোটি টাকা বা ১৬৪ শতাংশ বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিগুলোর ১ কোটি ৯৫ লাখ ৪৬ হাজার ৫৪৩টি শেয়ার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ১৪২ কোটি ৩০ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর আগের সপ্তাহে ৪২ কোম্পানির ১ কোটি ৩৬ লাখ ৭ হাজার ৯৭৮টি শেয়ার হাত বদল হয়েছিল। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৫৩ কোটি ৯৮ লাখ ৩৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছিল। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ব্লকে ৮৮ কোটি ৩২ লাখ ৩৪ হাজার টাকা বা ১৬৪ শতাংশ লেনদেন বেড়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৪৮ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের। দ্বিতীয় সর্বোচ্চ ১৬ কোটি ৯১ লাখ ৮৮ হাজার টাকার ব্যাংক এশিয়ার এবং তৃতীয় সর্বোচ্চ ১৫ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে ম্যারিকোর।

এছাড়া বিকন ফার্মার ২৫ লাখ ৩০ হাজার টাকার, ব্র্র্যাক ব্যাংকের ১৩ কোটি ৫২ লাখ ৮৬ হাজার টাকার, জেএমআই সিরিঞ্জের ৮৬ লাখ ৫৫ হাজার টাকার, রেনউইক যজ্ঞেশ্বরের ৪৬ লাখ ১০ হাজার টাকার, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ১ কোটি ৮১ লাখ ১০ হাজার টাকার, সিনোবাংলার ১ কোটি ১৭ লাখ ৭৮ হাজার টাকার, ইউনাইটেড পাওয়ারের ৭ কোটি ৬৬ লাখ ১২ হাজার টাকার, আলহাজ্ব টেক্সটাইলের ৫ লাখ ৫৬ হাজার টাকার, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১৫ লাখ ৪৮ হাজার টাকার, ফুওয়াং ফুডসের ৬৯ লাখ ৫৬ হাজার টাকার,

আইপিডিসির ২ কোটি ৪৮ লাখ ৭৫ হাজার টাকার, প্রগতি ইন্স্যুরেন্সের ১৬ লাখ টাকার, সিলকো ফার্মার ১ কোটি ৪৬ লাখ ৩ হাজার টাকার, স্ট্যান্ডার্ড সিরোমিকের ৮ লাখ ৫৫ হাজার টাকার, ভিএফএস থ্রেড ডাইংয়ের ৫ কোটি ৮৩ লাখ ৬১ হাজার টাকার, বেক্সিমকো ফার্মার ১ কোটি ৪২ লাখ ৯৯ হাজার টাকার, এইচআর টেক্সটাইলের ১২ লাখ ৭৫ হাজার টাকার, নাভানা সিএনজির ৪৩ লাখ ৯৩ হাজার টাকার, ন্যাশনাল পলিমারের ৮৩ লাখ ৫ হাজার টাকার, গ্রামীণফোনের ১ কোটি ৫৯ লাখ ১২ হাজার টাকার,

ন্যাশনাল হাউজিংয়ের ১৪ লাখ ৫৯ হাজার টাকার, এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৮ লাখ ৭৮ হাজার টাকার, সিমটেক্সের ৫ লাখ ৫৭ হাজার টাকার, স্কয়ার ফার্মার ৩ কোটি ৯০ লাখ ৯২ হাজার টাকার, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের ১ কোটি ৮৫ লাখ ২৫ হাজার টাকার, কনফিডেন্স সিমেন্টের ৮ কোটি ৫ লাখ ২২ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ১ কোটি ৫৮ লাখ ৭৫ হাজার টাকার এবং ওয়াটা কেমিক্যালের ৪ কোটি ৪৭ লাখ ৪১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।