দেশ প্রতিক্ষণ, ঢাকা:  ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক মিনহাজ মান্নান ইমন বলেছেন, আমরা কথায় কথায় পুঁজিবাজারের আস্থার কথা বলি৷ অর্থনীতির সংকট যেটা, তারল্য সংকট যেটা, বাংলাদেশ ব্যাংক সম্পর্কিত সংকটের বিষয়টি অনেক উপরের বিষয়৷ এটা অনেক বিশাল আস্থার জায়গা৷ এ জায়গাটি ঠিক করার ক্ষেত্রে আমাদের কিছু প্রতিক্রিয়া আছে৷ সেখানে আমরা কিছু কাজ করতে চাই৷

গতকাল শেরে বাংলানগরে এনইসি সম্মেলন কক্ষে শেয়ারবাজার উন্নয়নের লক্ষ্যে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামালকে উদ্দেশ্য করে তিনি এ কথা বলেন৷

তিনি আরো বলেন, প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) ভাল ও মন্দ উভয় কোম্পানি আসে। তাই বলে আইপিও বন্ধ করা যাবে না। বন্ধ করতে হবে মন্দ আর্থিক প্রতিবেদন। অর্থমন্ত্রী আমরা কথায় কথায় বলি বাজারে ভাল মানের আইপিও আসছে না৷ আসলে ভাল মানের আইপিও বলতে কিছু নেই৷ আইপিওতে যেসব কোম্পানি আসে তাদের আর্থিক প্রতিবেদনের মান নিয়ে আমরা বলতে পারি৷

প্রসপেক্টাসে যে আর্থিক প্রতিবেদন থাকে যেটা কোম্পানি তৈরি করে৷ ইস্যু ম্যানেজার তা নিয়ে আসে এবং অডিটর সেটায় স্বাক্ষর করে বাজারে নিয়ে আসে। বাজারে আসার আগে সেই আর্থিক প্রতিবেদনে কোম্পানির যে তথ্য থাকে, আইপিও আসার ২-৩ বছর পর সেই পিকচারটা আর থাকেনা। বিনিয়োগকারী এই জায়গায় তার আস্থাটা প্রতিনিয়ত হারাচ্ছে৷

প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) ভাল ও মন্দ উভয় কোম্পানি আসে। তাই বলে আইপিও বন্ধ করা যাবে না। বন্ধ করতে হবে মন্দ আর্থিক প্রতিবেদন। অর্থমন্ত্রীর উদ্যোগ ও মতবিনিয় সভার পর এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানের কর্মকান্ডে সামনের দিনে বাজার ভাল হতে পারে৷

মিনহাজ মান্নান ইমন বলেন, উদ্যোক্তারা টাকা তুলে নেবার পরে মনিটরিং এর অভাবেই হোক আর মনিটরিং করার পরেও যদি কোম্পানির আর্থিক অবস্থা খারাপ হয় তখন বিএসইসি’র তেমন কিছু করার থাকেনা৷ তাই আগের পর্যায়ে আমরা যদি ভাল কোন ভূমিকা রাখতে পারি সেক্ষেত্রে বিনিয়োগকারী টাকাও হারাবে না, আস্থার জায়গাও ফিরে পাবে৷