দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে লেনদেনের হিড়িক পড়ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২৬টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ১৭৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ১০৪ শতাংশ বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিগুলোর ২ কোটি ৩১ লাখ ১৮ হাজার ৩৪৯টি শেয়ার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ১৭৪ কোটি ১৩ লাখ ৮৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর আগের সপ্তাহে ২৯ কোম্পানির ২ কোটি ২৬ লাখ ৭ হাজার ৭১৪টি শেয়ার হাত বদলের মাধ্যমে ৮৫ কোটি ৪৬ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছিল। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইর ব্লক মার্কেটে ৮৮ কোটি ৬৭ লাখ ২৮ হাজার টাকা বা ১০৪ শতাংশ লেনদেন বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৭৮ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে পদ্মা অয়েলের।

দ্বিতীয় সর্বোচ্চ ২৫ কোটি ৭৪ লাখ ৯৬ হাজার টাকার ব্র্যাক ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ২০ কোটি ৩ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে পপুলাল লাইফ ইন্স্যুরেন্সের। এছাড়া গ্রামীণফোনের ১০ কোটি ১৭ লাখ ৭৯ হাজার টাকার, গ্রীণডেল্টার ৪৩ লাখ ২০ হাজার টাকার, আইবিবিএল মুদারাবা পারপেচুয়াল বন্ডের ২৭ লাখ ৬০ হাজার টাকার, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ১ কোটি ৭৯ লাখ ৩৪ হাজার টাকার, ব্যাংক এশিয়ার ৩ কোটি ৪৪ লাখ ৮ হাজার টাকার, সিটি ব্যাংকের ৩ কোটি ৬৩ লাখ ৫০ হাজার টাকার,

ডিবিএইচের ৬ কোটি ১৫ লাখ টাকার, ফরচুন সুজের ৫ লাখ ৪০ হাজার টাকার, ম্যারিকোর ২৬ লাখ ১৮ হাজার টাকার, অলিম্পিকের ১০ লাখ ৩০ হাজার টাকার, উত্তরা ব্যাংকের ২ কোটি ৬২ লাখ টাকার, বিকন ফার্মার ১৬ কোটি ৫৬ লাখ ৪০ হাজার টাকার, যমুনা ব্যাংকের ১ কোটি ৮৯ লাখ টাকার, লিনডে বিডির ১০ লাখ ৫২ হাজার টাকার, সিনো বাংলার ২৪ লাখ ৮৮৫ হাজার টাকার,

এসকে ট্রিমসের ৫ লাখ ৩ হাজার টাকার, ইউনাইটেড পাওয়ারের ১৩ লাখ ৩২ হাজার টাকার, বাংলাদেশ সাবমেরিন কেবলের ১৪ লাখ ৫২ হাজার টাকার, সিঙ্গার বিডির ৬০ লাখ ৩২ হাজার টাকার, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৪৩ লাখ ৪৮ হাজার টাকার, বেক্সিমকো ফার্মার ১৩ লাখ ৪৮ হাজার টাকার, জেনেক্স ইনফোসিসের ৩৪ লাখ ৮৭ হাজার টাকার এবং নাভানা সিএনজির ২৪ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।