দেশ প্রতিক্ষণ, ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত একমি ল্যাবরেটরিজের ২০১৮-১৯ অর্থবছরের ব্যবসায় অর্জিত মুনাফার ৭৪ কোটি ৬ লাখ টাকা বা ৫১ শতাংশ শেয়ারহোল্ডারদের মাঝে লভ্যাংশ আকারে বিতরন করা হবে। বাকি ৭০ কোটি ৪ লাখ টাকা বা ৪৯ শতাংশ কোম্পানির রিজার্ভে স্থানান্তর করা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে ২০১৭-১৮ অর্থবছরের মুনাফার ৬৮ কোটি ৬০ লাখ টাকা রিজার্ভে রাখা হয়েছিল। এছাড়া ২০১৬-১৭ অর্থবছরে ৬৫ কোটি ৭৩ লাখ টাকা ও ২০১৫-১৬ অর্থবছরে ৩৬ কোটি ৭ লাখ টাকা রিজার্ভে রাখা হয়েছিল। একমির ২০১৮-১৯ অর্থবছরে শেয়ারপ্রতি ৬.৮১ টাকা হিসেবে মোট ১৪৪ কোটি ১০ লাখ টাকা মুনাফা হয়েছে। এরমধ্য থেকে ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ আকারে শেয়ারপ্রতি ৩.৫০ টাকা হিসাবে শেয়ারহোল্ডারদের মাঝে ৭৪ কোটি ৬ লাখ টাকা বিতরন করা হবে। অর্থাৎ মুনাফার ৫১ শতাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরন করা হবে। বাকি ৭০ কোটি ৪ লাখ টাকা বা ৪৯ শতাংশ রিজার্ভে রাখা হবে। ২১১ কোটি ৬০ লাখ টাকা পরিশোধিত মূলধনের একমি ল্যাবরেটরিজে ১ হাজার ৩৯ কোটি ৮৯ লাখ টাকার রিজার্ভ রয়েছে।