দেশ প্রতিক্ষণ, ঢাকা: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এম খায়রুল হোসেন পদত্যাগ করেছেন বলে গুঞ্জন উঠেছে। এছাড়া তার স্থলে অর্থ মন্ত্রনালয়ের সাবেক সিনিয়র সচিব হেদায়েত উল্লাহ আল মামুনকে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জনমনে রটেছে।

পুঁজিবাজারেও আজ এ বিষয়টি নিয়ে বেশ কানা-ঘোষা চলছে। তবে এ বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট সরকারি নীতি নির্ধারণী মহলে যোগাযোগ করা হলে কোথা থেকেও এ ধরণের গুঞ্জন বা এই ঘটনার সত্যতা জানা যায়নি। বিএসইসি’র চেয়ারম্যান তার স্বপদেই বহাল রয়েছেন।

২০১১ সালের ১৫ মে ৩ বছরের জন্য বিএসইসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ প্রাপ্ত হন অধ্যাপক ড. এম খায়রুল হোসেন। ২০১৪ সালের ১৪ মে তার মেয়াদ শেষ হওয়ার পর পরবর্তীতে ৪ বছরের জন্য পুনরায় তিনি নিয়োগ প্রাপ্ত হন।

পরবর্তীতে ২০১৮ সালের ১৪ মে তার মেয়াদ শেষ হলেও শেয়ারবাজার উন্নয়নে সরকারের পক্ষ থেকে আরো দুই বছরের জন্য নিয়োগ পান খায়রুল হোসেন। দুই বছরের মেয়াদে বর্তমান চেয়ারম্যান হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। আগামী বছরের অর্থাৎ ২০২০ সালের ১৪ মে তার তৃতীয় মেয়াদ শেষ হবে।