আবু সাঈদ চৌধুরী, জবি, দেশ প্রতিক্ষণ, ঢাকা:  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সদ্য ভর্তি হওয়া (১৫ ব্যাচ) শিক্ষার্থীদের প্রতি কোন ধরণের র‌্যাগিং না করার নির্দেশনা এবং র‌্যাগিংয়ের অভিযোগ পাওয়া গেলে স্থায়ী বহিষ্কারের আদেশ জারি করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন । ২ জানুয়ারি, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা জারি করা হয়।

এই নির্দেশনায় উল্লেখ করা হয়, বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিংয়ের কোন অভিযোগ নেই। কিন্তু নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের মাঝে র‌্যাগিং নামক অত্যাচারের ভয় থাকে। যদি কারো বিরুদ্ধে র‌্যাগিংয়ের অভিযোগ পাওয়া যায়, তাহলে তাকে বিশ্ববিদ্যালয় থেকে স্হায়ী ভাবে বহিষ্কার করা হবে।